বুধবার, 01 সেপ্টেম্বর 2021 21:23

পুরুষ সিংহ নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                পুরুষ সিংহ 

পুরুষ হলো সিংহের মতোন
      সিদ্ধহস্ত উদার, 
আল্লাহর সৃষ্টির প্রথম মানব
      মহান সৃষ্টি খোদার। 

নারী জাতি যতই হোক না
      দেখতে বেজায় সুশ্রী, 
নৈতিক স্খলন হলে পরে 
      সবাই ভাবে বিশ্রী।

স্বামীর পায়ের নীচে থাকে 
      মেয়ে লোকের বেহেশত, 
পুরুষ সেবা করতে হবে 
      সদা থেকে ন্যস্ত।  

নারী হলে রূপের পাহাড় 
      পুরুষ মহাসাগর, 
নারী তখন খুঁজে বেড়ায় 
      কোথায় আপন নাগর? 

স্বামীর বুকের পাঁজরের হাড়
      স্ত্রী হয়েছে তৈরি, 
এমন কিছু নারী আছে 
      আচরণ হয় বৈরী! 

নরককুণ্ডে স্থান যে হবে 
      স্বামীর সেবা বিনে, 
গর্বে তোমার বুক ভরে যায়
     স্বামীকে নাও চিনে!

মেয়ে জাতি মায়ের জাতি
      মায়ের সেবা দিন,
মায়ের সেবা করে সবাই 
      শোধ করুন সব ঋণ।            
            
685 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বুধবার, 01 সেপ্টেম্বর 2021 21:25
শেয়ার করুন
 নাজমুল কবির

নিভৃতচারি কবি যিনি তাঁর মসির আঁচড়ে সামাজিক অবক্ষয়ের বাস্তব চিত্র অঙ্কন করে পাঠক সমাজে বেশ সমাদৃত হয়েছেন। কবি নাজমুল কবির প্রকৃত পক্ষে পহেলা জানুয়ারী উনিশশত ষাট সালে নাটোর জেলার বড়াইগ্রাম থানার বড়াইগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নিষ্ঠুর দারিদ্রতাকে জয় করে তিনি দেখিয়েছেন নিজের দৃঢ় আত্ম-প্রত্যয়ের দুঃসহ যন্ত্রনা। তিনি ছোট বেলা থেকেই লেখালেখি পছন্দ করতেন এবং কাপাসিয়া পাইলট হাই স্কুলে অধ্যয়নরত থাকাকালীন সময়েই লেখায় হাতে খড়ি। কাপাসিয়া পাইলট হাই স্কুল হতে এস. এস. সি. এবং কাপাসিয়া কলেজ থেকে এইচ. এস. সি. কৃতিত্বের সহিত পাশ করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। ঢাকায় চাকুরীরত থাকাকালীন অবস্থায় তাঁর লেখা কবিতা সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত সেনাবার্তায় প্রকাশিত হয় এবং ঐ সময়েই সেনাবাহিনীর গোয়েন্দা পরিদপ্তর ও আই.এস.পি. এর অনুমতিক্রমে বাংলাদেশ বেতার ও টিভির তালিকাভূক্ত গীতিকার হন। তাঁর লেখা গান রেডিও ও টিভিতে নব্বই এর দশকে প্রচারিত হয়েছে। তিনি একাধারে একজন সাহিত্যিক ও অপরদিকে গাজীপুর২৪ডমকম প্রত্রিকার সম্পাদক এবং দৈনিক অপরাধ তথ্য পত্রিকার গাজীপুর জেলার ব্যুরো প্রধান। নবীন কবিদের প্রতি অগাধ ভালোবাসা যার নিত্য দিনের সঙ্গী। প্রকাশিত গ্রন্থসমূহঃ (১) হৃদয়ের মাঝখানে দেয়াল (২) এক বিন্দুতে ভালোবাসা (৩) নির্ঝর ভালোবাসা (৪) কবিতার কারুকাজ (৫) প্রম আসেনি (৬) ভুতের বাসা (৭) মেঘ বালিকার স্বপ্ন (৮) হোমিও মতে চিকিৎসা, হোমিও চিকিৎসা বিষয়ক বই (৯) দ্রোহের অগ্নি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ বারের বইমেলায় যৌথ কাব্যগ্রন্থ আলোর বিকাশসহ ৬ টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ তাঁর নিজস্ব শৈলী মাধুর্যতার পরিচয় মেলে। এবার বইমেলায় প্রকাশিত হবে 'শূন্য জীবন পুণ্যে ভরো' একক কাব্যগ্রন্থ।

এই বিভাগে আরো: « ভবের হাটে পাহাড় ভাঙা »

1 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক hhkjGw বৃহষ্পতিবার, 27 জুলাই 2023 22:10 লিখেছেন hhkjGw

    achat levitra en ligne Our data also draw attention to a strong association between HOTAIR and AR expression in TNBC samples suggesting their potential interaction

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.