এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 03 সেপ্টেম্বর 2021 01:26

ফিলিংসে এক অপাংক্তেয় নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                ফিলিংসে এক অপাংক্তেয়

আমি ভালোবাসা হীন আজীব এক মানুষ 
আমার ভেতর মায়া হীন স্নেহহীন জড়ো পদার্থ 
আমি এক স্বার্থপর, তবুও বেঁচে থাকি আরও
হায়রে আমি ভুলে থাকি শরীরের অংশ 
আমি কর্তব্য ভোলা এক অপাংক্তেয় 
সবাই জানেন আমার ভেতর দরদ আসে না 
জানে তো; কাছের আরও দশ-বারো জনা

আমি নীরবে.... এক একাকী সেই অমানুষ
যাহার ভেতর সৌহার্দ্য হীন কালপুরুষ 
বাবু সোনা সোন্টুর অনুভূতিতে সৌরমণ্ডলে আমি 
পরিবারের সকলকে অমানুষিক অবহেলা করা
এক মাত্র মির্জাফর। আমি বিবেচনায় বিবেকহীন 

মানবিক গুণহীন এক সিমার ভেতরটা আমার 
আমি কি কখনও স্নেহ করতে পারি, সেই গুণ নেই
আমর।আমি কালপিট এক জানোয়ার 
বলে যায় যুবক ফুলের সুরভি খ্যাত মনোয়ার 

কলিকে থাকে ভুলি সেই অমাইক জানেমান 
পারি নাই দিতে ভাতৃত্ব আর সম্মান 
কষ্ট আর পরিশ্রমে যেই বিলিয়েছে সৌরভ 
বিবেচনায় আমার স্বার্থপরতায় আমি সরবর 

কালের বিবেচনায় আমি কীটপতঙ্গের মতো 
আমার সম্মান ইতিহাসের পাতায় কুলাঙ্গার 
আমি একা, আমি বিষাদ ঢালি সবার সুখে 
আমি কালা, আমি বোবা, আমি জ্বী, নির্মমতা 

আমার দ্বারা কেই একটুখানি পায়নি আদর সম্মান 
আমি স্নেহহীন দরদহীন স্বার্থপর তুফান 
আমার প্রতি কারও বিন্দু পরিমাণ ফিলিংস থাকে না
এটাই আমার পাওনা, এটাই আমার মান।

ভালো থেকো হ্নীলা, ভালো থেকো পৃথ্বী 
আমি বুঝিনা কাউকে, আমি একটা ছোট্ট লোক
আলাল দুলালের ফিলিংসে আমি হিংসুটে 
আমি কৃত্রিম অকৃতজ্ঞ এক অপাংক্তেয়। 

আমি কাঁদিনা, আমি হাসি না, আমি ভালোবাসি না 
মন বিষে ভরা বিষাক্ত এক দীঘল কালো দিঘি 
আমার অপমান বোধ, অভিমান, কষ্ট পাওয়া এই
শব্দের অর্থ আমার জ্ঞানের বাহিরে। 

একা একাই আমার বেঁচে থাকা স্বার্থপর লোভীর মতো
গন্ডারের চামড়া আমার অস্তিত্বে শরীরে 
তিরস্কার আর তাচ্ছিল্যের এক আবিস্কার আমি
বাবুপাখি বিশাল দরদী হৃদয়ের......... 

৩১/০৮/২০২১
হ্নীলা, কক্সবাজার।            
            
328 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বুধবার, 15 সেপ্টেম্বর 2021 15:54
শেয়ার করুন
ইদি আমিন

ইদি আমিন সদালাপী মিষ্টি ভাষী ও উদার মনের অধিকারী। তিনি শিশুকাল থেকে লেখালেখির সখ ছিলাে এবং তখন থেকেই লেখা চালিয়ে যান । তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামে পহেলা জুলাই ১৯৭৬ সনে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম খলিলুর রহমান, মাতার নাম মেহেরুন নেছা। তিনি ২০০০ইং সালে মাসুমা আকতারের সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি গাইবান্ধা জেলার নশরৎপুর গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এ একজন উন্নয়ন কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দুই সন্তানের জনক। বড় মেয়ের বয়স ১৭ বৎসর, নাম ইসরাত আমিন ঈশিতা এবং ছেলের বয়স ৬ বৎসর, নাম মাহির লাবিব আমিন মাজ্জিন। স্ত্রী মাসুমা আমিন ফিরােজা তিনি একজন উন্নয়ন কর্মী ও গৃহিণী। তাঁর লেখা বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

ইদি আমিন এর সর্বশেষ লেখা