শুক্রবার, 03 সেপ্টেম্বর 2021 01:31

হলদে পাখি ফিরে এসো নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                হলদে পাখি ফিরে এসো 

শ্রাবন্তী উঠে বসো গো আমার পাশে মধূর কথা বলবো,
আমি তোমাকে একটি ভালোবাসার কবিতা শোনাবো। 

মোহাম্মদ আলী হাসপাতালের বেডে আর কতো-দিন,
হলদে পাখি তোমায় ভালবাসিয়া শোধিব আমার ঋণ!

সাদা রঙের মাঝে ছোটছোট লাল ফুলের সেই জামায়,
কতো কোটি বার কী আবেগ তাড়িত করেছো আমায়!

মুক্তোঝরানো মায়ার হাসি মুখ কতোটা দিন দেখি নাই,
কাঁচা হলুদের লোভনীয় গন্ধ কতবছর গায়ে মাখি নাই।

এই বুকের ভেতর পচে যায় সূর্যমুখীর হলুদিয়া পাপড়ি,
বুক অনন্ত ভালোবাসার পিপাসায় হয়ে আছে খাপরি। 

তোমায় নিয়ে কতকাল হয় না কীর্তনখোলায় নাওয়া...
ফিরে এলাম পাখি! হবে না পাকা পেপের স্বাদ পাওয়া।

হলদে পাখি উঠে এসো অপেক্ষায় তোমার দুই রতন... 
ফিরে দেখবে কী মলিন কচি মুখ পায়নি আদর যতন!

তুমি ছাড়া কে আছে বলো ? তোমার হীরা-মানিকের...
হেলায় খেলায় করে দিও না, ওদের পৃথিবী ক্ষণিকের!

শশ্মানের দগ্ধ কাঠের আগুনে সমস্ত স্বপ্ন পুড়ে দিও না, 
হলদে পাখি! তোমায় খুব প্রয়োজন মুখ ফিরে নিও না।

এক পৃথ্বী আশা, অব্যক্ত মিনতি রেখেছি তোমার তরে,
সব লেনাদেনা চুকে দিও না ফিরে এসো তোমার ঘরে। 

সময়ঃ রাত- ১২.১৫
০২/০৯/২০২১
হ্নীলা,, টেকনাফ,,, কক্সবাজার। 
ছবিঃ সংগৃহিত গুগল থেকে।            
            
326 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বুধবার, 15 সেপ্টেম্বর 2021 15:55
শেয়ার করুন
ইদি আমিন

ইদি আমিন সদালাপী মিষ্টি ভাষী ও উদার মনের অধিকারী। তিনি শিশুকাল থেকে লেখালেখির সখ ছিলাে এবং তখন থেকেই লেখা চালিয়ে যান । তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামে পহেলা জুলাই ১৯৭৬ সনে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম খলিলুর রহমান, মাতার নাম মেহেরুন নেছা। তিনি ২০০০ইং সালে মাসুমা আকতারের সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি গাইবান্ধা জেলার নশরৎপুর গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এ একজন উন্নয়ন কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দুই সন্তানের জনক। বড় মেয়ের বয়স ১৭ বৎসর, নাম ইসরাত আমিন ঈশিতা এবং ছেলের বয়স ৬ বৎসর, নাম মাহির লাবিব আমিন মাজ্জিন। স্ত্রী মাসুমা আমিন ফিরােজা তিনি একজন উন্নয়ন কর্মী ও গৃহিণী। তাঁর লেখা বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

2 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক cwcFbCDL বৃহষ্পতিবার, 21 ডিসেম্বর 2023 05:48 লিখেছেন cwcFbCDL

    The CyQUANT NF cell proliferation assay kit Invitrogen was used to determine the effect of heparin upon the cytotoxicity of chemotherapeutic agents according to the manufacturers instruction does viagra kill sperm cells First round of IVF, and presto that 10 chance of having twins happened

  • মন্তব্যের লিঙ্ক XefHOXHb বৃহষ্পতিবার, 13 জুলাই 2023 09:25 লিখেছেন XefHOXHb

    The incision heals on its own and stays in place naturally best place to buy finasteride

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.