এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 03 সেপ্টেম্বর 2021 20:23

করোনা বীজ নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                করোনা বীজ 

আয়না দিয়ে চায়না দেখো 
    নতুন ধারায় কাব্য লেখো 
        বিজন পুকুর পাড়ে, 
পড়শী দেখো বরশী দিয়ে 
    মাছের রাজা ইলিশ নিয়ে 
         করে তারে-নারে। 

সবাই বলে ঘুমন্ত চীন 
    গুণীর মুখে সব অর্বাচীন
        ঘুমিয়ে কাজ সারে, 
বিশ্ব বাজার লাগাম ধরে 
    অর্থের চাকা সচল করে 
         করোনা বীজ ছাড়ে। 

করোনায় হয় বিশ্ব মাকাল 
    অর্থ নীতির চরম বেহাল 
        বিশ্ব দখল করে, 
সত্যিকারের মিত্র যারা 
    সবাই এখন দিশেহারা 
        রাখে তাদের ধরে।

উড়ুক্কু সেই বায়ুর সাথে 
    কি'বা করার আছে তাতে 
        মরছে হাজার কোটি, 
বিশ্ববাসীর চোখের সামনে 
    প্রতিষেধক দিচ্ছে কেমনে 
        নিচ্ছে লোটা ঘটি। 

প্রতিষেধক নিয়ে সবাই 
    মুখে বলছে টাটা বাই বাই 
        আসল নকল হলো কি? 
পানির মতো প্রতিষেধক 
    সুঁই ফুটিয়ে গুটি কয়েক 
        মনটা সতেজ করে নি!            
            
368 বার পড়া হয়েছে
শেয়ার করুন
 নাজমুল কবির

নিভৃতচারি কবি যিনি তাঁর মসির আঁচড়ে সামাজিক অবক্ষয়ের বাস্তব চিত্র অঙ্কন করে পাঠক সমাজে বেশ সমাদৃত হয়েছেন। কবি নাজমুল কবির প্রকৃত পক্ষে পহেলা জানুয়ারী উনিশশত ষাট সালে নাটোর জেলার বড়াইগ্রাম থানার বড়াইগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নিষ্ঠুর দারিদ্রতাকে জয় করে তিনি দেখিয়েছেন নিজের দৃঢ় আত্ম-প্রত্যয়ের দুঃসহ যন্ত্রনা। তিনি ছোট বেলা থেকেই লেখালেখি পছন্দ করতেন এবং কাপাসিয়া পাইলট হাই স্কুলে অধ্যয়নরত থাকাকালীন সময়েই লেখায় হাতে খড়ি। কাপাসিয়া পাইলট হাই স্কুল হতে এস. এস. সি. এবং কাপাসিয়া কলেজ থেকে এইচ. এস. সি. কৃতিত্বের সহিত পাশ করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। ঢাকায় চাকুরীরত থাকাকালীন অবস্থায় তাঁর লেখা কবিতা সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত সেনাবার্তায় প্রকাশিত হয় এবং ঐ সময়েই সেনাবাহিনীর গোয়েন্দা পরিদপ্তর ও আই.এস.পি. এর অনুমতিক্রমে বাংলাদেশ বেতার ও টিভির তালিকাভূক্ত গীতিকার হন। তাঁর লেখা গান রেডিও ও টিভিতে নব্বই এর দশকে প্রচারিত হয়েছে। তিনি একাধারে একজন সাহিত্যিক ও অপরদিকে গাজীপুর২৪ডমকম প্রত্রিকার সম্পাদক এবং দৈনিক অপরাধ তথ্য পত্রিকার গাজীপুর জেলার ব্যুরো প্রধান। নবীন কবিদের প্রতি অগাধ ভালোবাসা যার নিত্য দিনের সঙ্গী। প্রকাশিত গ্রন্থসমূহঃ (১) হৃদয়ের মাঝখানে দেয়াল (২) এক বিন্দুতে ভালোবাসা (৩) নির্ঝর ভালোবাসা (৪) কবিতার কারুকাজ (৫) প্রম আসেনি (৬) ভুতের বাসা (৭) মেঘ বালিকার স্বপ্ন (৮) হোমিও মতে চিকিৎসা, হোমিও চিকিৎসা বিষয়ক বই (৯) দ্রোহের অগ্নি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ বারের বইমেলায় যৌথ কাব্যগ্রন্থ আলোর বিকাশসহ ৬ টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ তাঁর নিজস্ব শৈলী মাধুর্যতার পরিচয় মেলে। এবার বইমেলায় প্রকাশিত হবে 'শূন্য জীবন পুণ্যে ভরো' একক কাব্যগ্রন্থ।

নাজমুল কবির এর সর্বশেষ লেখা