এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 24 সেপ্টেম্বর 2021 21:52

গুডবাই নীল নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                গুডবাই নীল 


নীলের কি আর 
দুঃখ থাকে___ 
নীলের বুকে কি 
কষ্ট থাকে___ 
তমালিকা!
বলতে পার তুমি? 

জানি না___
আমি জানি না!

একটা রাত___ 
শুধু একটা রাত
জেগে তোমার হাতে 
রেখে হাত___ 
কাটিয়ে দিতে 
চেয়েছিল___ নীল!
নীলদরিয়ার তীরে 
দেখতে চেয়েছিল 
নীল-আঁধারে___ 
চাঁদমুখে মায়া ভরা 
হাসিরছটার 
ঝিলমিল___ 
মুক্তোঝরানো 
খিলখিল!  

হ্যালো___ নীল!
ওরে নীল___ 
আমার স্বাদ আছে 
তোমার সাধ্য নাই 
গুডবাই___ নীল,
গুডবাই! 

নীল জলের রঙে 
নীল কথা বলে,
নীল ঢেউয়ের বুকে
নীল তাকিয়ে থাকে।

নিষ্পাপ বুকেও
কষ্ট থাকে!  
অবুঝ চোখেও
অশ্রু টলটল___ 
কাঙ্গাল মনেও
পিপাসা আঁকে! 

ভালো থেকো___ 
তমালিকা! 
সুখে থেকো, 
সুস্থ থেকো। 

যদিও___ 
নানান রঙে 
যদিও___ 
নানান স্বপ্নে
ভালো থাকে,
সুখে ভাসে___
তমালিকারা।

০৫/০৯/২০২১
রাতঃ ১.৪৫
হ্নীলা, টেকনাফ, কক্সবাজার।            
            
368 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 08 নভেম্বর 2021 09:28
শেয়ার করুন
ইদি আমিন

ইদি আমিন সদালাপী মিষ্টি ভাষী ও উদার মনের অধিকারী। তিনি শিশুকাল থেকে লেখালেখির সখ ছিলাে এবং তখন থেকেই লেখা চালিয়ে যান । তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামে পহেলা জুলাই ১৯৭৬ সনে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম খলিলুর রহমান, মাতার নাম মেহেরুন নেছা। তিনি ২০০০ইং সালে মাসুমা আকতারের সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি গাইবান্ধা জেলার নশরৎপুর গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এ একজন উন্নয়ন কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দুই সন্তানের জনক। বড় মেয়ের বয়স ১৭ বৎসর, নাম ইসরাত আমিন ঈশিতা এবং ছেলের বয়স ৬ বৎসর, নাম মাহির লাবিব আমিন মাজ্জিন। স্ত্রী মাসুমা আমিন ফিরােজা তিনি একজন উন্নয়ন কর্মী ও গৃহিণী। তাঁর লেখা বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

ইদি আমিন এর সর্বশেষ লেখা