এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 24 সেপ্টেম্বর 2021 21:58

নীলগিরিতে তুমি এসো নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                নীলগিরিতে তুমি এসো


অদ্ভুত রহস্য আর সৌন্দর্যের মেলবন্ধনে নীলগিরি 
করেছে বাংলাদেশেকে ভূস্বর্গের এক অনন্য রূপীয়সী,
জ্যোৎস্নায় ছুঁয়ে থাকা অপরূপ নীলগিরির সৌন্দর্যে
রাতেরবেলা হয়ে ওঠে বিস্ময়রাণী মনোলোভা রূপসী।

বান্দরবনে অবস্থিত নীলগিরিতে 
হৃদয় ছোঁয়া আকর্ষণ,
এখানে পাহাড়ের চূড়ায় উঠে 
মেঘের স্পর্শে মহীত হয় মন!

নীলগিরি স্বপ্নিল করে তোলে 
বিরহিত প্রেমিককে...
প্রাকৃতিক স্বাভাবিক সৌন্দর্যের আঁধার 
কি যে ভালোলাগা ছুঁয়ে যায় হৃদয়কে!

এখানে নীল আর সবুজের সমারোহে 
রঙ মাখে মেঘ...
এখানে এলে থাকবে না আর বিষাক্ত
বিষাদের ক্লেদ! 

এখানে সমুদ্র উচ্চতা থেকে তিন হাজার ফুট উপরে 
আছে এক আধুনিক রিসোর্ট,
তমালিকা তুমি এলে এখানে ভালোবাসায় ভালোবাসায় 
মুছে দিবো তোমার হৃদয়ের সবচোট। 

পঁচিশ শত ফুট উপরে অপূর্ব প্রাকৃতিক দৃশ্যপট তোমার কল্পনাকেও হার মানাবে, মন ভরাবে... 
সবুজ চিরে আঁকাবাঁকা জলধারা-নদীর স্বচ্ছজলে 
কবিকে ফের আপন করে পাবে। 

অভিমান ভাঙানোর অকৃত্রিম উৎস 
ছুঁয়ে যাওয়া মেঘের খেলায়...
বিরহ বিষাদ হবে তুচ্ছ, মন রাঙিবে 
ভেসে ভেসে মেঘের ভেলায়!

নীলগিরিকে মনে হবে পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ 
আহা রিমঝিম বৃষ্টিতে...
তুমি ফিরে এসো তমালিকা দুজন দুজনার হাত ধরে 
ভিজব সুখের মিষ্টিতে।

১৭/০৯/২০২১
সময়ঃ সকাল ১০.১০
নীলগিরি, বান্দরবন।            
            
355 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 08 নভেম্বর 2021 09:30
শেয়ার করুন
ইদি আমিন

ইদি আমিন সদালাপী মিষ্টি ভাষী ও উদার মনের অধিকারী। তিনি শিশুকাল থেকে লেখালেখির সখ ছিলাে এবং তখন থেকেই লেখা চালিয়ে যান । তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামে পহেলা জুলাই ১৯৭৬ সনে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম খলিলুর রহমান, মাতার নাম মেহেরুন নেছা। তিনি ২০০০ইং সালে মাসুমা আকতারের সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি গাইবান্ধা জেলার নশরৎপুর গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এ একজন উন্নয়ন কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দুই সন্তানের জনক। বড় মেয়ের বয়স ১৭ বৎসর, নাম ইসরাত আমিন ঈশিতা এবং ছেলের বয়স ৬ বৎসর, নাম মাহির লাবিব আমিন মাজ্জিন। স্ত্রী মাসুমা আমিন ফিরােজা তিনি একজন উন্নয়ন কর্মী ও গৃহিণী। তাঁর লেখা বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

ইদি আমিন এর সর্বশেষ লেখা