শুক্রবার, 24 সেপ্টেম্বর 2021 22:01

হাগ নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                হাগ



আমি পাথর হয়ে দাঁড়িয়ে আছি 
বুকের ভেতর কষ্টের দাগ, 
নীলাচলের নীলাভ পর্বতে তুমি 
আমায় করো একবার হাগ। 

নীলাদ্রির বুকে আমার হৃদয় 
কেবল চাইছে তোমায়,
তুমি তোমার কুসুম ছোঁয়ায়
আপন করো আমায়।

পাথরের বুকে কষ্টের দাগ
মুছে দাও, 
হাগ করে তৃষার্ত হৃদয় ছুঁয়ে 
মেঘ জমাও। 

তুমুল আবেগে নীল আঁচলে ঢাকুক 
সব সবুজ পাহাড়, 
ভীষম বৃষ্টি নামুক ভিজে হই একাকার 
জয় হউক তাহার।

আমি তোমার ঐ স্নেহের বুকে
কবি হবো,
আমি তোমার অমৃত ছোঁয়ায়
ধনী হবো।

নীল নীলপর্বত ভূমি আর মেঘ
স্বাক্ষী রবে,
বলো না চন্দ্রমণি আমায় হাগ
করবে কবে?

১৫/০৯/২০২১
সনয়ঃ সন্ধ্যা ৬.০০
নীলাচল, বান্দরবান।            
            
364 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 08 নভেম্বর 2021 09:30
শেয়ার করুন
ইদি আমিন

ইদি আমিন সদালাপী মিষ্টি ভাষী ও উদার মনের অধিকারী। তিনি শিশুকাল থেকে লেখালেখির সখ ছিলাে এবং তখন থেকেই লেখা চালিয়ে যান । তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামে পহেলা জুলাই ১৯৭৬ সনে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম খলিলুর রহমান, মাতার নাম মেহেরুন নেছা। তিনি ২০০০ইং সালে মাসুমা আকতারের সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি গাইবান্ধা জেলার নশরৎপুর গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এ একজন উন্নয়ন কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দুই সন্তানের জনক। বড় মেয়ের বয়স ১৭ বৎসর, নাম ইসরাত আমিন ঈশিতা এবং ছেলের বয়স ৬ বৎসর, নাম মাহির লাবিব আমিন মাজ্জিন। স্ত্রী মাসুমা আমিন ফিরােজা তিনি একজন উন্নয়ন কর্মী ও গৃহিণী। তাঁর লেখা বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

1 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক LBwRSLv মঙ্গলবার, 04 জুলাই 2023 04:10 লিখেছেন LBwRSLv

    Situations that may be better for IVF include the presence of significant scaring, moderate to severe endometriosis, or moderate to severe male factor infertility cialis

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.