এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 24 সেপ্টেম্বর 2021 22:05

যদি ভালো না থাকো নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                যদি ভালো না থাকো


যদি ভালো না থাকো...
তবে কেন? নির্ঘুম রজনী কাটাই,
যদি ভালো না থাকো...
তবে কেন? বুক ভর্তি ব্যথা পাই।
যদি ভালো না থাকো... 
তবে কেন? মন পুড়ে পুড়ে ছাঁই,
যদি ভালো না থাকো... 
তবে কেন? পিপাসার জল নাই।
যদি ভালো না থাকো... 
তবে কেন? ফেরারি জীবন পাই, 
যদি ভালো না থাকো... 
তবে কেন? শিমুলের রঙ হারাই।
যদি ভালো না থাকো... 
তবে কেন? সময় যায় তুমি নাই,
যদি ভালো না থাকো... 
কেন বলেছিলে? থাকবে একাই! 

ভালো থাকতে হবে তোমায়
অবুঝ কাঙালের ফেরার অপেক্ষায়...
ভালো থাকতে হবে তোমায় 
তোমার পাগলের পাগলামির আশায়, 
ভালো থাকতে হবে তোমায় 
হিরা মানিকের মানুষ হবার প্রতিক্ষায়। 

যদি ভালো না থাকো...
যদি ভালো না থাকি...
তবে এতোটা বিরহ, কেন'বা দৌড়াই? 
সকল পরিশ্রম এবং ফলাফল বৃথাই! 

যদি ভালো না থাকো 
তবে কেমনে ভালো থাকি?
অন্তরে আরও কষ্ট বাড়ে
হৃদয় ক্ষয়ে অশ্রুসিক্ত আঁখি! 

ত্যাগ তিতিক্ষায় যৌবন ফুরিয়ে গেল 
কেবলি নিশ্বাস রইলো বাকী, 
জীবনরে... ওরে ও.. জীবন... 
ষোলআনায় ফাঁকি। 

২১/০৯/২০২১
সময়ঃ রাত- ১২.১৫
হ্নীলা,, টেকনাফ,, কক্সবাজার।            
            
451 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 08 নভেম্বর 2021 09:31
শেয়ার করুন
ইদি আমিন

ইদি আমিন সদালাপী মিষ্টি ভাষী ও উদার মনের অধিকারী। তিনি শিশুকাল থেকে লেখালেখির সখ ছিলাে এবং তখন থেকেই লেখা চালিয়ে যান । তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামে পহেলা জুলাই ১৯৭৬ সনে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম খলিলুর রহমান, মাতার নাম মেহেরুন নেছা। তিনি ২০০০ইং সালে মাসুমা আকতারের সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি গাইবান্ধা জেলার নশরৎপুর গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এ একজন উন্নয়ন কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দুই সন্তানের জনক। বড় মেয়ের বয়স ১৭ বৎসর, নাম ইসরাত আমিন ঈশিতা এবং ছেলের বয়স ৬ বৎসর, নাম মাহির লাবিব আমিন মাজ্জিন। স্ত্রী মাসুমা আমিন ফিরােজা তিনি একজন উন্নয়ন কর্মী ও গৃহিণী। তাঁর লেখা বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

ইদি আমিন এর সর্বশেষ লেখা