এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 24 সেপ্টেম্বর 2021 22:06

বহুত দম লাগে নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                বহুত দম লাগে 


ভাই, দেখেছেন পাহাড়টি কতো উঁচু-
এখানে উঠতে অনেক দম লাগে... 
হুম, পাহাড়ে উঠতে বহুত দম লাগে!

হে বালক! তোমাদের দম বেশি 
তোমরা উঠতে পারও পর্বত চূড়ায়,
তোমরা সহজে ছুঁইতে পার দূর দিগন্ত 
পাল্লা দিলেই পড়ে রবো গোড়ায়। 

হে তরুণ! চেয়ে দেখও অমলিন 
অপূর্ব প্রাকৃতিক রূপ, কি চুপ!
মন ভালো হবে, আত্মবিশ্বাস-
ফিরে পাবে, নূতন করে খুব। 

হে তরুণ! চেয়ে দেখও 
ঐ তরুণ-তরুণীর মনোহরি জুটি,
প্রেমও বহুত দম লাগে, তা নাহলে ছুটি। 

এগিয়ে যাও সামনে, সব বাঁধা পেড়িয়ে 
হে যুবক! তোমাদের বহুত দম আছে,
উন্নতির চূড়ান্ত ফলাফল তোমাদের কাছে।

২২/০৯/২০২১
সময়ঃ রাত-১.১৫
হ্নীলা, টেকনাফ, কক্সবাজার।            
            
445 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 08 নভেম্বর 2021 09:32
শেয়ার করুন
ইদি আমিন

ইদি আমিন সদালাপী মিষ্টি ভাষী ও উদার মনের অধিকারী। তিনি শিশুকাল থেকে লেখালেখির সখ ছিলাে এবং তখন থেকেই লেখা চালিয়ে যান । তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামে পহেলা জুলাই ১৯৭৬ সনে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম খলিলুর রহমান, মাতার নাম মেহেরুন নেছা। তিনি ২০০০ইং সালে মাসুমা আকতারের সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি গাইবান্ধা জেলার নশরৎপুর গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এ একজন উন্নয়ন কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দুই সন্তানের জনক। বড় মেয়ের বয়স ১৭ বৎসর, নাম ইসরাত আমিন ঈশিতা এবং ছেলের বয়স ৬ বৎসর, নাম মাহির লাবিব আমিন মাজ্জিন। স্ত্রী মাসুমা আমিন ফিরােজা তিনি একজন উন্নয়ন কর্মী ও গৃহিণী। তাঁর লেখা বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

ইদি আমিন এর সর্বশেষ লেখা