এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 25 সেপ্টেম্বর 2021 06:59

গরিবের গান নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                আমরা গরিব, গরিব বলে
নেই কি কোন দাম?
তোমাদের জন্য অন্য যোগাই
ঝরিয়ে গায়ের ঘাম।

তোমাদের কাছে পাবোনা হয়তো
উপকারের নাম,
আমাদের জন্য আজ তোমাদের
সমাজে কত সুনাম।

বৃষ্টিতে ভিজে রোদে শুঁকিয়ে
কৃষক করে চাষ,
অত্যাচারী জমিদারের ইশারায়
আবার হচ্ছে  তারা লাশ।

জীবন বাজিঁ নিয়ে যারা
সমুদ্রে মাছ ধরে,
তারাই আবার দস্যুদের হাতে
নির্মম ভাবে মরে।

গায়ের বলে যারা আবার
আমাদের জন্য রিক্সা চালায়,
এক শ্রেনীর লোক তাদের মেরে
ভাড়া না দিয়ে পালায়।

কলকারখানায় দিনে রাতে
কাজ করছে যে শ্রমিক,
মহাজন নামে মালিক যারা
বেতন দিচ্ছে  কি সঠিক?            
            
329 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 08 নভেম্বর 2021 09:33
শেয়ার করুন
মোতালেব হোসেন রাজন

মোতালেব হোসেন রাজন চাঁদপুর জেলার শাহরাস্তি থানার কেশরাঙ্গা গ্রামে ১৫ সেপ্টেম্বর ১৯৮৪ ইং সালে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আবুল কাশেম মাতা রেজিয়া বেগম। তিনি বর্তমানে সপরিবারে ঢাকা জুরাইনে বসবাস করেন।

মোতালেব হোসেন রাজন এর সর্বশেষ লেখা

1 মন্তব্য