এই পৃষ্ঠা প্রিন্ট করুন
মঙ্গলবার, 28 সেপ্টেম্বর 2021 09:24

আমি নায়ক হতে চাই নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                আমি নায়ক হতে চাই নায়ক
সিনেমার নায়কের মতো,
শক্ত হাতে যুদ্ধ করে, মুছে দেবো
গরিবের দুঃখ ব্যথা যতো।

ভিলেন রুপে আছে যত
শয়তানের দল,
সবকটাকে মেরে কেটে
দেখাবো বাহুবল।

যেখানে থাকবে ওরে
অবিচারের খেলা,
সেখানেই হাজির হবো
বুঝবে তখন ঠেলা।

অত্যাচারিদের করতে খতম
হবো আমি নায়ক,
গরিব দুখিদের হাসাতে আমি
হবো আবার গায়ক।

আমি নায়ক হতে চাই নায়ক
মুক্ত করবো সব অন্যায়,
কাউকে আর ভাসতে দেবো না
অসহায়ত্বের কান্নায়।            
            
355 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 08 নভেম্বর 2021 09:34
শেয়ার করুন
মোতালেব হোসেন রাজন

মোতালেব হোসেন রাজন চাঁদপুর জেলার শাহরাস্তি থানার কেশরাঙ্গা গ্রামে ১৫ সেপ্টেম্বর ১৯৮৪ ইং সালে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আবুল কাশেম মাতা রেজিয়া বেগম। তিনি বর্তমানে সপরিবারে ঢাকা জুরাইনে বসবাস করেন।

মোতালেব হোসেন রাজন এর সর্বশেষ লেখা