বুধবার, 10 নভেম্বর 2021 20:10

পাগলের সুখ নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                পাগলের সুখ 

সুখের জন্য সবাই পাগল 
 পাগলের কোন সুখ নেই, 
ভাবের পাগল ক'জন আছে 
 নিত্য হাসে এমনিতেই। 

ভবের জন্য সবাই পাগল 
 পরকালের পাগল নাই, 
সত্য মিথ্যা জট পাকিয়ে 
 আসল পাগল ক'জন পাই। 

দুর্বিসহ জীবন সাগর 
 তবুও পাগল খুশি রয়, 
ভবের মেলায় যুক্ত হলে 
 কেহ সেথা সুখি নয়। 

পাগলের সুখ পাগল বোঝে 
  অন্য কেহ বোঝে না, 
সত্যিকারের পাগল যাঁরা 
 বেশি সুখ সে খোঁজে না। 

ম্বার্থের জন্য জ্ঞান হারিয়ে 
 পাগলের বেশ ধরে ভাই, 
স্বার্থ হাসিল হলে দেখবে 
 আসলে ভাই পাগল নাই। 

পাগল চেনা বড়ই কঠিন 
 পাগলেও খোঁজে সুখ, 
সকল সময় ভেবে দেখি 
 সত্য কথায় খুব অসুখ।            
            
300 বার পড়া হয়েছে
শেয়ার করুন
 নাজমুল কবির

নিভৃতচারি কবি যিনি তাঁর মসির আঁচড়ে সামাজিক অবক্ষয়ের বাস্তব চিত্র অঙ্কন করে পাঠক সমাজে বেশ সমাদৃত হয়েছেন। কবি নাজমুল কবির প্রকৃত পক্ষে পহেলা জানুয়ারী উনিশশত ষাট সালে নাটোর জেলার বড়াইগ্রাম থানার বড়াইগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নিষ্ঠুর দারিদ্রতাকে জয় করে তিনি দেখিয়েছেন নিজের দৃঢ় আত্ম-প্রত্যয়ের দুঃসহ যন্ত্রনা। তিনি ছোট বেলা থেকেই লেখালেখি পছন্দ করতেন এবং কাপাসিয়া পাইলট হাই স্কুলে অধ্যয়নরত থাকাকালীন সময়েই লেখায় হাতে খড়ি। কাপাসিয়া পাইলট হাই স্কুল হতে এস. এস. সি. এবং কাপাসিয়া কলেজ থেকে এইচ. এস. সি. কৃতিত্বের সহিত পাশ করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। ঢাকায় চাকুরীরত থাকাকালীন অবস্থায় তাঁর লেখা কবিতা সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত সেনাবার্তায় প্রকাশিত হয় এবং ঐ সময়েই সেনাবাহিনীর গোয়েন্দা পরিদপ্তর ও আই.এস.পি. এর অনুমতিক্রমে বাংলাদেশ বেতার ও টিভির তালিকাভূক্ত গীতিকার হন। তাঁর লেখা গান রেডিও ও টিভিতে নব্বই এর দশকে প্রচারিত হয়েছে। তিনি একাধারে একজন সাহিত্যিক ও অপরদিকে গাজীপুর২৪ডমকম প্রত্রিকার সম্পাদক এবং দৈনিক অপরাধ তথ্য পত্রিকার গাজীপুর জেলার ব্যুরো প্রধান। নবীন কবিদের প্রতি অগাধ ভালোবাসা যার নিত্য দিনের সঙ্গী। প্রকাশিত গ্রন্থসমূহঃ (১) হৃদয়ের মাঝখানে দেয়াল (২) এক বিন্দুতে ভালোবাসা (৩) নির্ঝর ভালোবাসা (৪) কবিতার কারুকাজ (৫) প্রম আসেনি (৬) ভুতের বাসা (৭) মেঘ বালিকার স্বপ্ন (৮) হোমিও মতে চিকিৎসা, হোমিও চিকিৎসা বিষয়ক বই (৯) দ্রোহের অগ্নি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ বারের বইমেলায় যৌথ কাব্যগ্রন্থ আলোর বিকাশসহ ৬ টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ তাঁর নিজস্ব শৈলী মাধুর্যতার পরিচয় মেলে। এবার বইমেলায় প্রকাশিত হবে 'শূন্য জীবন পুণ্যে ভরো' একক কাব্যগ্রন্থ।

এই বিভাগে আরো: « ভবের কর্ম ধর্ম কর্ম »

1 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক oIdFMcctT মঙ্গলবার, 11 জুলাই 2023 17:29 লিখেছেন oIdFMcctT

    This approach helps prevent thiazide induced hypokalemia particularly with chlorthalidone, provides additional blood pressure benefit allowing for use of smaller doses of the thiazide diuretic, and, we hope, minimizes some of the other metabolic adverse effects associated with thiazide use cheap cialis from india

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.