শুক্রবার, 12 নভেম্বর 2021 20:35

বিবেকের মৃত্যু নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                বিবেকের মৃত্যু 

বিবেক নামের মহৎ বস্তু 
 আগেই গেছে মরে, 
মানুষগুলো চুপিসারে 
 যাচ্ছে সবাই সরে। 

দলের মাঝে মহান যাঁরা 
 খোঁজ রাখে না কেহ, 
নৈতিকতার স্খলন হলে 
 মরে যায় যে দেহ।

বিবর্তনের ধারার মাঝে 
 নিজকে ভাবে দামী, 
সবার মুখে লাগাম দিয়ে 
 তারাই হচ্ছে নামী।

সকল ক্ষেত্রে এমন ধারা 
 কেমন করে ভাবো, 
সত্যিকারের মানুষগুলো 
কোথায় গেলে পাবো? 

মানুষ নিয়ে কেনো তোমরা 
 করো এমন খেলা, 
ভেড়ার দলে ভেড়া মিললে 
 জমবে জবর মেলা। 

আজকে সবার ভাবার সময় 
 সবাই ভাবো বসে, 
ছন্নছাড়া সমাজটাতে  
 লাগাম ধরো কষে।            
            
382 বার পড়া হয়েছে
শেয়ার করুন
 নাজমুল কবির

নিভৃতচারি কবি যিনি তাঁর মসির আঁচড়ে সামাজিক অবক্ষয়ের বাস্তব চিত্র অঙ্কন করে পাঠক সমাজে বেশ সমাদৃত হয়েছেন। কবি নাজমুল কবির প্রকৃত পক্ষে পহেলা জানুয়ারী উনিশশত ষাট সালে নাটোর জেলার বড়াইগ্রাম থানার বড়াইগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নিষ্ঠুর দারিদ্রতাকে জয় করে তিনি দেখিয়েছেন নিজের দৃঢ় আত্ম-প্রত্যয়ের দুঃসহ যন্ত্রনা। তিনি ছোট বেলা থেকেই লেখালেখি পছন্দ করতেন এবং কাপাসিয়া পাইলট হাই স্কুলে অধ্যয়নরত থাকাকালীন সময়েই লেখায় হাতে খড়ি। কাপাসিয়া পাইলট হাই স্কুল হতে এস. এস. সি. এবং কাপাসিয়া কলেজ থেকে এইচ. এস. সি. কৃতিত্বের সহিত পাশ করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। ঢাকায় চাকুরীরত থাকাকালীন অবস্থায় তাঁর লেখা কবিতা সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত সেনাবার্তায় প্রকাশিত হয় এবং ঐ সময়েই সেনাবাহিনীর গোয়েন্দা পরিদপ্তর ও আই.এস.পি. এর অনুমতিক্রমে বাংলাদেশ বেতার ও টিভির তালিকাভূক্ত গীতিকার হন। তাঁর লেখা গান রেডিও ও টিভিতে নব্বই এর দশকে প্রচারিত হয়েছে। তিনি একাধারে একজন সাহিত্যিক ও অপরদিকে গাজীপুর২৪ডমকম প্রত্রিকার সম্পাদক এবং দৈনিক অপরাধ তথ্য পত্রিকার গাজীপুর জেলার ব্যুরো প্রধান। নবীন কবিদের প্রতি অগাধ ভালোবাসা যার নিত্য দিনের সঙ্গী। প্রকাশিত গ্রন্থসমূহঃ (১) হৃদয়ের মাঝখানে দেয়াল (২) এক বিন্দুতে ভালোবাসা (৩) নির্ঝর ভালোবাসা (৪) কবিতার কারুকাজ (৫) প্রম আসেনি (৬) ভুতের বাসা (৭) মেঘ বালিকার স্বপ্ন (৮) হোমিও মতে চিকিৎসা, হোমিও চিকিৎসা বিষয়ক বই (৯) দ্রোহের অগ্নি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ বারের বইমেলায় যৌথ কাব্যগ্রন্থ আলোর বিকাশসহ ৬ টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ তাঁর নিজস্ব শৈলী মাধুর্যতার পরিচয় মেলে। এবার বইমেলায় প্রকাশিত হবে 'শূন্য জীবন পুণ্যে ভরো' একক কাব্যগ্রন্থ।

1 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক qpTPuAs সোমবার, 03 জুলাই 2023 14:01 লিখেছেন qpTPuAs

    canadian propecia However, tumor cells often have relatively low levels of ceramide, due to increased activities of ceramide metabolizing enzymes such as glucosylceramide synthase GCS, sphingomyelin synthase SMS, ceramide kinase CERK, acid ceramidase AC, or sphingosine kinase SPHK

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.