শনিবার, 13 নভেম্বর 2021 00:34

সততা নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                মানব জীবন সবচাইতে উত্তম হয়
যদি তার মাঝে পূর্ণ সততা রয়।

আর যদি সে দরিদ্র হয়
তাহলে তার সততাই বড় সম্পদ হয়।

আর সে যদি ধনী হয়
তাহলে সে জীবনকে করবে জয়।

সততা যার মাঝে আছে
সে কখনো করে না ভয়,
শত বিপদে কষ্টে ও সে
সততার মাঝেই রয়।

সততা নিয়ে চলতে গেলে
জীবনে অনেক ঝড় বয়,
হয়তো বা সেই ঝড়ে
অনেকের করুন মৃত্যু হয়।

তবু ও তারা সৎ পথে চলতে
করে না কোন কিছুর ভয়,
সততায় মানব জীবনটা
বড়ই স্বার্থক হয়।

অসৎ পথে চললে হয়তো
তাদের কোন অভাব নাহি রয়,
তাদের সুখ ও হয়তো বা
চিরস্থায়ী নয়।"

শত কষ্টে ও যে নিজেকে
সততার দেয় পরিচয়,
তারা জানে একদিন এই সততার
হবেই হবে জয়।            
            
276 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 06 ডিসেম্বর 2021 11:25
শেয়ার করুন
মোতালেব হোসেন রাজন

মোতালেব হোসেন রাজন চাঁদপুর জেলার শাহরাস্তি থানার কেশরাঙ্গা গ্রামে ১৫ সেপ্টেম্বর ১৯৮৪ ইং সালে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আবুল কাশেম মাতা রেজিয়া বেগম। তিনি বর্তমানে সপরিবারে ঢাকা জুরাইনে বসবাস করেন।

মোতালেব হোসেন রাজন এর সর্বশেষ লেখা

1 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক RHvleOl শনিবার, 05 আগষ্ট 2023 15:51 লিখেছেন RHvleOl

    Results The rates of ovulatory treated, pregnant treated, and pregnant ovulatory cycles were 42 of 56 75 cheap viagra canada Arlt W, Allolio B

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.