শনিবার, 13 নভেম্বর 2021 00:37

ঐ দূর নক্ষত্র নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                ঐ যে দূর আকাশের তারা
আমি জানি সেটাই তুমি,
আর তোমাকে দেখবো বলেই
প্রতি রাতে ছাদে থাকি আমি।

তোমাকে দেখেই আমি হারিয়ে যাই
সেই পুরোনো স্মৃতির কথায়,
তোমাকে নিয়েই বসতাম ছাদে
বলতাম প্রেমো কাব্য কথায় কথায়।

সন্ধ্যা হলেই আসতাম দু'জন
বাড়ির এই ছাদে,
চাঁদ তারা দেখতাম দু'জন
হাত রেখে হাতে।

জোছনা ঘেরা পুর্নিমা রাতে
পাশে বসে মাথায় হাত বুলাতে,
মিষ্টি সুরে চুপটি করে কতনা
প্রেমের গান শোনাতে।  

জানি আর কখনো শোনাবে না
মিষ্টি প্রেমের গান,
তুমি তারা হয়ে ফিরে গেছো
ঐ দূর আসমান।

জানো প্রিয়া আমি আজও
তোমায় ভালোবাসি,
অন্য কাউকে দেইনি ঠাঁই
শুধু তোমাকেই হৃদয়ে পুশি।

একদিন আমিও আসবো
তোমার কাছে, একেবারে,
সেদিন কি আমায় বাসবে ভালো
ঠিক আগের মতো করে।

আমি ও থাকবো তোমার
পাশের তারা হয়ে,
অন্য কোন প্রেমিক যোগল
দেখবে আমাদের প্রেমোগান শুনিয়ে।            
            
324 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 06 ডিসেম্বর 2021 11:27
শেয়ার করুন
মোতালেব হোসেন রাজন

মোতালেব হোসেন রাজন চাঁদপুর জেলার শাহরাস্তি থানার কেশরাঙ্গা গ্রামে ১৫ সেপ্টেম্বর ১৯৮৪ ইং সালে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আবুল কাশেম মাতা রেজিয়া বেগম। তিনি বর্তমানে সপরিবারে ঢাকা জুরাইনে বসবাস করেন।

মোতালেব হোসেন রাজন এর সর্বশেষ লেখা

এই বিভাগে আরো: « সততা মানুষ হতে চাই »

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.