বুধবার, 17 নভেম্বর 2021 06:41

দয়ালের কথা নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                দয়াল তুমি দয়ার ভাণ্ডার
এই ভবের দুনিয়ায়,
তোমার দয়ায় কত মানুষ
পূর্ণ তাহার সাধনায়।

অসীম দয়াময় তুমি
তুমি জগতে মহান,
তোমার তরে গাই সর্বদা
স্বর্গ সুখের গুণগান।

তোমার দয়ায় সৃষ্টি আমি
সৃষ্টি সব মাখলুকাত,
তুমি করলে সৃষ্টির সেরা
আমাদের মানুষ জাত।

সকল কিছূ সৃষ্টি করলে
মানুষের লাগিয়া,
তুমি দয়াল হলে খুশি
মানুষ সৃষ্টি করিয়া।

তোমার ইবাদতে মানুষ
থাকবে সবে সর্বদা,
দমে দমে জিকির করে
ডাকিবে হে খোদা।

তোমার কাছে চাইলে পাবে
আছো ভাণ্ডার খুলিয়া,
চাইতে কেউ না পারিলে
নিবে আবার তুলিয়া।

থাকবো ক'দিন এই ভবে
তার হিসাব নেই জানা,
মরণ হবে সবার একদিন
কবরই শেষ ঠিকানা।

পরপারের বিচার শালায়
করবে সকলের বিচার,
পাপ পূর্ণের হিসেব করে
করবে সবারে পুরস্কার।

ভালো কাজে জান্নাত পাবে
মন্দ হলে নরক যাবে,
জান্নাতের সুখ সেরা হবে
নরকে কঠিন শাস্তি রবে।

সকল কিছু ভুলে গিয়ে
থাকি সদাই নিজের ভাবে,
সবাই জানে মরণ পরে
সকল কিছুর হিসাব হবে।

কাউকে ছাড় হবে না
হোক না সে যেমন,
যার কর্মে যাই হবে
করতে হবে বরণ।            
            
322 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 06 ডিসেম্বর 2021 11:30
শেয়ার করুন
মোতালেব হোসেন রাজন

মোতালেব হোসেন রাজন চাঁদপুর জেলার শাহরাস্তি থানার কেশরাঙ্গা গ্রামে ১৫ সেপ্টেম্বর ১৯৮৪ ইং সালে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আবুল কাশেম মাতা রেজিয়া বেগম। তিনি বর্তমানে সপরিবারে ঢাকা জুরাইনে বসবাস করেন।

মোতালেব হোসেন রাজন এর সর্বশেষ লেখা

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.