এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 17 নভেম্বর 2021 06:42

করবো না বরণ নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                সাতসকালে কে এলো
এলো আমার আঙ্গিনায়,
যাকে দেখে অবাক আমি
এই তো সেই যে ভাবনায়।

কত রাত ভেবেছি আমি
আসবে তুমি নীড়ে,
কত স্বপ্ন দেখেছি আমি
শুধু তোমাকেই ঘিরে।

ভাবিনি কখনো আসবে তুমি
এমন হঠাৎ করে,
কাদঁছো কেন এসেছে যখন
এখন আমার ঘরে।

এ কি বলছো তুমি
করেছো কি কাজ,
সব ছেড়ে চলে এলে
মন্দ বলবে সমাজ।

আমি তোমাকে চাই
সত্যি তবে লুকিয়ে নয়,
ভালোবাসা সত্যি হলে
হতো একদিন জয়!

সবাইকে কাঁদিয়ে লজ্জায় ডুবিয়ে
চাই না আমি তোমায়,
যারা তোমায় জন্মদিয়ে করেছে লালন
তাদের কষ্ট দেয়া কি মানায়?

ফিরে যাও তুমি তোমার গৃহে
যারা তোমার আপন,
তাদের হাত থেকেই তোমায় আমি
করবো আবার বরণ।

করোনা কখনো এমন কাজ
কষ্ট পাবে পিতা-মাতা,
পিতা-মাতা কাঁদলে কিন্তু
সুখ দিবে না ঐ বিধাতা।            
            
330 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 06 ডিসেম্বর 2021 11:32
শেয়ার করুন
মোতালেব হোসেন রাজন

মোতালেব হোসেন রাজন চাঁদপুর জেলার শাহরাস্তি থানার কেশরাঙ্গা গ্রামে ১৫ সেপ্টেম্বর ১৯৮৪ ইং সালে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আবুল কাশেম মাতা রেজিয়া বেগম। তিনি বর্তমানে সপরিবারে ঢাকা জুরাইনে বসবাস করেন।

মোতালেব হোসেন রাজন এর সর্বশেষ লেখা