এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 17 নভেম্বর 2021 06:44

উত্তাল হৃদয় নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                কোন কাল বৈশাখি ঝড়ে নয়
কোন সিডর বাহ মহসিনে নয়
কোন দুর্যোগ ঘূর্ণিঝড়ে ও নয়,
সামান্য ভালোবাসার আঘাতে
পাহাড় ধসের মত বা জ্বলোচ্ছাসে
তুমি করেছো আমার হৃদয়টা ক্ষয়।

তবে কি তোমার ছলনার হল জয়?
না তেমন কিছু নয়,মনটা পাথর নয়!
তোমার আঘাতে হৃদয়টা ক্ষত হয়ে
সেই ক্ষতস্থান এখন সুখের পাবন বয়।

না সেটা তোমার আঘাতে নয়
আমি আঘাতকে করেছি জয়!
আঘাতে না কেঁদে কষ্টে না ডুবে
নিজের মনের জোরে তোমাকে অন্য ভেবে
আমি আমার সুখের প্রদীপ জ্বেলে
সারাজীবন আলোকিত হয়ে রই।

তবে ভালোবাসা ভুলার নয়
ভালোবাসা মনে রেখে,
সুখের মুহুর্তের স্মৃতি নিয়ে
জীবন কাটাই হাসি মুখে।

না তোমাকে শাপে নয়
অভিমানে ও নয়,
মন থেকেই করি প্রার্থনা
তুমি যেনো না পাও কারো
নিষ্ঠুর প্রতারণা।            
            
311 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 06 ডিসেম্বর 2021 11:33
শেয়ার করুন
মোতালেব হোসেন রাজন

মোতালেব হোসেন রাজন চাঁদপুর জেলার শাহরাস্তি থানার কেশরাঙ্গা গ্রামে ১৫ সেপ্টেম্বর ১৯৮৪ ইং সালে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আবুল কাশেম মাতা রেজিয়া বেগম। তিনি বর্তমানে সপরিবারে ঢাকা জুরাইনে বসবাস করেন।

মোতালেব হোসেন রাজন এর সর্বশেষ লেখা