এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 17 নভেম্বর 2021 06:47

আজ বর্ষায় নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                আজ বর্ষায় ভিজবো আমি
শুনবো না কারো মানা,
ইচ্ছে মত ভাসিয়ে দিবো
হৃদয়ের সব যন্ত্রনা।

মেঘে মেঘে ছেয়ে গেলো
সমস্ত আকাশ জুড়ে,
মহানন্দে তৈয়ার হলাম
ভেজার আশা করে।

বৃষ্টি এলো ঝপঝপিয়ে
উঠোন করছে খেলা
কে দেখে আর উল্লাস আমার
এ যে বর্ষা মেলা।

শীতল করে বইছে বাতাস
বৃষ্টির তালে তালে,
তাদের সাথে তাল মিলিয়ে
পড়ছে এবার শীলে।,

গা ছমছম করছে শীতে
ভেজার ইচ্ছে শেষ,
দেহ আমার কাঁপছে কেমন
তাইতো কাবুর বেশ।            
            
305 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 06 ডিসেম্বর 2021 11:33
শেয়ার করুন
মোতালেব হোসেন রাজন

মোতালেব হোসেন রাজন চাঁদপুর জেলার শাহরাস্তি থানার কেশরাঙ্গা গ্রামে ১৫ সেপ্টেম্বর ১৯৮৪ ইং সালে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আবুল কাশেম মাতা রেজিয়া বেগম। তিনি বর্তমানে সপরিবারে ঢাকা জুরাইনে বসবাস করেন।

মোতালেব হোসেন রাজন এর সর্বশেষ লেখা

1 মন্তব্য