রবিবার, 28 নভেম্বর 2021 17:20

হৃদ মন্দির নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                এক সময়  এই মন্দিরে
ফুল দিত কত পুজারী,
মাথা ঠুকিয়ে আর্তনাত
করতো প্রেমো ভিখারী।

এক টুকরো প্রসাদ নিতে
হাত বাড়িয়ে দিতো,
ভালোবেসে ভক্তি দিয়ে 
মহা আনন্দে খেতো।

যত্ন করতে আসতো ছুঁটে 
প্রেম পুজারীর দল,
আলিঙ্গনে ভরিয়ে দিতো
আশায় হবে সফল।

উঁত্তাল ঝড়ে ভেঙে গেল
সারা গ্রাম শহর,
সেই সাথে এই মন্দিরের
হয়েছে যে কবর।

লতাপাতায় ঢেকে আছে
পুরো মন্দির জুড়ে,
প্রেম পুজারীরা হারিয়ে গেছে
এখন অনেক দূরে।

ফুল দিতে আসেনা আর
কোনো প্রেম ভিখারী,
প্রসাদ নিয়ে করেনা কেউ 
এখন কাঁড়াকাঁড়ি।

আজ এই হৃদ মন্দিরটা
করে পুজারীর খোঁজ,
ফুল দিয়ে আলিঙ্গনে
রাখতো যারা রোজ।

হৃদ মন্দিরের হাহাকার 
কেউ তো শুনে না,
একজন পুজারী ও আর
অবশিষ্ট রইল না।            
            
339 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 06 ডিসেম্বর 2021 11:40
শেয়ার করুন
মোতালেব হোসেন রাজন

মোতালেব হোসেন রাজন চাঁদপুর জেলার শাহরাস্তি থানার কেশরাঙ্গা গ্রামে ১৫ সেপ্টেম্বর ১৯৮৪ ইং সালে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আবুল কাশেম মাতা রেজিয়া বেগম। তিনি বর্তমানে সপরিবারে ঢাকা জুরাইনে বসবাস করেন।

মোতালেব হোসেন রাজন এর সর্বশেষ লেখা

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.