সোমবার, 06 ডিসেম্বর 2021 11:17

প্রতিবন্ধী দিবস নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                প্রতিবন্ধী দিবস 

প্রতিবন্ধী দিবসে আজ সকলকে 
  জানাই প্রাণঢালা অভিনন্দন, 
ওরাও সমাজের সফল মানুষ 
  ওদের জন্য রইল ফুল চন্দন। 

সমাজে প্রতিবন্ধী বোঝা নয় 
  ওরা যে সমাজের আশির্বাদ,
মানুষ ভেবে সম্মান করো তাঁদের
  দিও না কেউ মিথ্যা অপবাদ। 

প্রতিবন্ধী সমাজে অভিশাপ 
  এমন কথা কভু বলতে নেই, 
প্রতিবন্ধী যারা বলে বেড়ায় 
  প্রতিবন্ধী বলো তাদেরকেই। 

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস 
  সকলে মিলে করি অঙ্গীকার, 
তাঁদেরকে কেউ অবজ্ঞা না করে 
  বানাই বিনির্মাণের হাতিয়ার। 

দেখবে একদিন তাঁরা সফল হয়ে  
  দেখাবে আঁধারে আলোর পথ,
হিংসা বিদ্বেষ সকল ভুলে গিয়ে 
  দীপ্ত আলোকে করি শপথ।

প্রতিপাদ্যঃ
প্রতিবন্ধী গড়বে বিশ্বে টেকসই উন্নয়ন, 
প্রতিবন্ধীর যোগ্য পেশা করো প্রণয়ন।            
            
437 বার পড়া হয়েছে
শেয়ার করুন
 নাজমুল কবির

নিভৃতচারি কবি যিনি তাঁর মসির আঁচড়ে সামাজিক অবক্ষয়ের বাস্তব চিত্র অঙ্কন করে পাঠক সমাজে বেশ সমাদৃত হয়েছেন। কবি নাজমুল কবির প্রকৃত পক্ষে পহেলা জানুয়ারী উনিশশত ষাট সালে নাটোর জেলার বড়াইগ্রাম থানার বড়াইগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নিষ্ঠুর দারিদ্রতাকে জয় করে তিনি দেখিয়েছেন নিজের দৃঢ় আত্ম-প্রত্যয়ের দুঃসহ যন্ত্রনা। তিনি ছোট বেলা থেকেই লেখালেখি পছন্দ করতেন এবং কাপাসিয়া পাইলট হাই স্কুলে অধ্যয়নরত থাকাকালীন সময়েই লেখায় হাতে খড়ি। কাপাসিয়া পাইলট হাই স্কুল হতে এস. এস. সি. এবং কাপাসিয়া কলেজ থেকে এইচ. এস. সি. কৃতিত্বের সহিত পাশ করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। ঢাকায় চাকুরীরত থাকাকালীন অবস্থায় তাঁর লেখা কবিতা সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত সেনাবার্তায় প্রকাশিত হয় এবং ঐ সময়েই সেনাবাহিনীর গোয়েন্দা পরিদপ্তর ও আই.এস.পি. এর অনুমতিক্রমে বাংলাদেশ বেতার ও টিভির তালিকাভূক্ত গীতিকার হন। তাঁর লেখা গান রেডিও ও টিভিতে নব্বই এর দশকে প্রচারিত হয়েছে। তিনি একাধারে একজন সাহিত্যিক ও অপরদিকে গাজীপুর২৪ডমকম প্রত্রিকার সম্পাদক এবং দৈনিক অপরাধ তথ্য পত্রিকার গাজীপুর জেলার ব্যুরো প্রধান। নবীন কবিদের প্রতি অগাধ ভালোবাসা যার নিত্য দিনের সঙ্গী। প্রকাশিত গ্রন্থসমূহঃ (১) হৃদয়ের মাঝখানে দেয়াল (২) এক বিন্দুতে ভালোবাসা (৩) নির্ঝর ভালোবাসা (৪) কবিতার কারুকাজ (৫) প্রম আসেনি (৬) ভুতের বাসা (৭) মেঘ বালিকার স্বপ্ন (৮) হোমিও মতে চিকিৎসা, হোমিও চিকিৎসা বিষয়ক বই (৯) দ্রোহের অগ্নি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ বারের বইমেলায় যৌথ কাব্যগ্রন্থ আলোর বিকাশসহ ৬ টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ তাঁর নিজস্ব শৈলী মাধুর্যতার পরিচয় মেলে। এবার বইমেলায় প্রকাশিত হবে 'শূন্য জীবন পুণ্যে ভরো' একক কাব্যগ্রন্থ।

2 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক expalay সোমবার, 20 নভেম্বর 2023 06:22 লিখেছেন expalay

    We had 13 14 mature and 8 fertilized with all 8 going strong and 6 top rated embryos on Day 3 levitra quand le prendre The mechanism behind these observations is not yet clear but it may relate to levels of oestradiol and or testosterone 30, 31 or oestradiol androgen ratio 12, 32 at the time of conception

  • মন্তব্যের লিঙ্ক HzHqEQDFg শুক্রবার, 07 জুলাই 2023 21:04 লিখেছেন HzHqEQDFg

    Like other members of the rifamycin family, it inhibits bacterial transcription through high affinity binding to the DNA dependent RNA polymerase Lester, 1972 viagra cialis online FVC L, mean SD 1

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.