বৃহষ্পতিবার, 09 ডিসেম্বর 2021 19:43

আঁধার নামিবে নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                আঁধার নামিবে 

তোমার মসনদে তুমি রাজা  
  আমার মসনদে আমি 
লৌহ দণ্ডে ভাঙিবে মসনদ 
  জনতার ঢল আসিবে নামি।

জনতার তোড়ে মসনদ ঘোরে 
  কই তোরা মহাবীর জনতা?
দরজার এপাশে দাঁড়িয়ে ডাকি 
  বুঝে নে আজ সকল ক্ষমতা। 

ভীতু কাপুরুষ নহে সুপুরুষ 
  মনে কেনো জাগে শঙ্কা, 
ভয় নাই, ওরে ভয় নাই মহারথী 
  বাজাও দামামা, বাজাও ডঙ্কা। 

নীতি কথার শিকল ছিঁড়িতে 
  কে কে তোরা যাবি আয়?  
মুখের লাগাম টানিয়া ধরিতে 
  ডাকিছে সুকোমল বসুধায়।

পবনের নায়ে পরশের ছোঁয়ায় 
  জাগিছে আজো বিভাবরী, 
টেকনাফ হতে তেতুলিয়া যেতে 
  হাত বাড়িয়ে ডাকিছে শর্বরী।

দিবাবসান শেষে আঁধার নামিবে 
  বাজিবে জীবনের শেষ ঘণ্টা, 
নতজানু হয়ে করজোড়ে মিনতি 
  মুক্তি চাই, কাঁদে অবুঝ মনটা। 

সিংহের মত সিংহাসন পাতিয়া 
  বসেছি আজ সিংহাসনে, 
বিভেদ ভুলিয়া দু-চোখ মেলিয়া 
  বসিতে দাও সেই আসনে। 

আমার আবাসে আমিই রাজা 
  কেহ নাহি আজ দেখিবার, 
লোহার শিকল করিয়া বিকল 
  পথ খুঁজিতেছি পালাবা            
            
368 বার পড়া হয়েছে
শেয়ার করুন
 নাজমুল কবির

নিভৃতচারি কবি যিনি তাঁর মসির আঁচড়ে সামাজিক অবক্ষয়ের বাস্তব চিত্র অঙ্কন করে পাঠক সমাজে বেশ সমাদৃত হয়েছেন। কবি নাজমুল কবির প্রকৃত পক্ষে পহেলা জানুয়ারী উনিশশত ষাট সালে নাটোর জেলার বড়াইগ্রাম থানার বড়াইগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নিষ্ঠুর দারিদ্রতাকে জয় করে তিনি দেখিয়েছেন নিজের দৃঢ় আত্ম-প্রত্যয়ের দুঃসহ যন্ত্রনা। তিনি ছোট বেলা থেকেই লেখালেখি পছন্দ করতেন এবং কাপাসিয়া পাইলট হাই স্কুলে অধ্যয়নরত থাকাকালীন সময়েই লেখায় হাতে খড়ি। কাপাসিয়া পাইলট হাই স্কুল হতে এস. এস. সি. এবং কাপাসিয়া কলেজ থেকে এইচ. এস. সি. কৃতিত্বের সহিত পাশ করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। ঢাকায় চাকুরীরত থাকাকালীন অবস্থায় তাঁর লেখা কবিতা সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত সেনাবার্তায় প্রকাশিত হয় এবং ঐ সময়েই সেনাবাহিনীর গোয়েন্দা পরিদপ্তর ও আই.এস.পি. এর অনুমতিক্রমে বাংলাদেশ বেতার ও টিভির তালিকাভূক্ত গীতিকার হন। তাঁর লেখা গান রেডিও ও টিভিতে নব্বই এর দশকে প্রচারিত হয়েছে। তিনি একাধারে একজন সাহিত্যিক ও অপরদিকে গাজীপুর২৪ডমকম প্রত্রিকার সম্পাদক এবং দৈনিক অপরাধ তথ্য পত্রিকার গাজীপুর জেলার ব্যুরো প্রধান। নবীন কবিদের প্রতি অগাধ ভালোবাসা যার নিত্য দিনের সঙ্গী। প্রকাশিত গ্রন্থসমূহঃ (১) হৃদয়ের মাঝখানে দেয়াল (২) এক বিন্দুতে ভালোবাসা (৩) নির্ঝর ভালোবাসা (৪) কবিতার কারুকাজ (৫) প্রম আসেনি (৬) ভুতের বাসা (৭) মেঘ বালিকার স্বপ্ন (৮) হোমিও মতে চিকিৎসা, হোমিও চিকিৎসা বিষয়ক বই (৯) দ্রোহের অগ্নি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ বারের বইমেলায় যৌথ কাব্যগ্রন্থ আলোর বিকাশসহ ৬ টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ তাঁর নিজস্ব শৈলী মাধুর্যতার পরিচয় মেলে। এবার বইমেলায় প্রকাশিত হবে 'শূন্য জীবন পুণ্যে ভরো' একক কাব্যগ্রন্থ।

1 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক SxZaBTq সোমবার, 07 আগষ্ট 2023 17:45 লিখেছেন SxZaBTq

    Thus, multidrug antibiotic resistance in farming practices might be associated with antibiotic misuse and unsanitary farming practices, as has been reported in Monteria, Colombia MГЎttar et al how to get propecia prescription Data analyzed by the FDA and NIH in mid December 2021 found tixagevimab plus cilgavimab Evusheld and sotrovimab retain their neutralizing activity against the omicron B

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.