বৃহষ্পতিবার, 09 ডিসেম্বর 2021 19:45

রক্ত নেশায় নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                রক্ত নেশায়

রক্তজবার ফুলদানিতে 
  আরেক বাটি রক্ত দে,
আরাম করে রক্ত খাবো 
  দুধের বাটি দূরে নে। 

সরাব পিয়ে হয় না বেহুশ 
  ফেনসিডিলের বোতল চায়,
হিরোইন আর গাঁজা খেয়ে 
  কদম তলায় ঢোল বাজায়।

সিগারেট খায় প্রথম ধাপে 
  ইয়াবা হয় পরের ধাপ, 
বাপের টাকায় রক্ত খাবে 
  টাকা দেবে তাদের বাপ। 

এমন করে নেশার ঘোরে 
  নিজের রক্ত নষ্ট হয়, 
রক্তদুষ্টি হবার পরে 
  ভালো রক্ত হচ্ছে ক্ষয়। 

সুঁই দিয়ে আর রক্ত নিয়ে 
  এতো ভাবার সময় কই? 
গেলাস ভরে রক্ত দে রে 
  নইলে ধানে দেবো মই। 

এমন করে অনেক যুবক 
  বিপথগামী হচ্ছে তাই, 
কম বয়সে মরণ ব্যাধি 
  সহজ ভাবে ভাবা চাই। 

মাদক নামের রক্ত নেশায় 
  হাজার ছেলের যাচ্ছে প্রাণ, 
সুন্দর সমাজ গড়তে হলে 
  সময় মত হও সাবধান।            
            
351 বার পড়া হয়েছে
শেয়ার করুন
 নাজমুল কবির

নিভৃতচারি কবি যিনি তাঁর মসির আঁচড়ে সামাজিক অবক্ষয়ের বাস্তব চিত্র অঙ্কন করে পাঠক সমাজে বেশ সমাদৃত হয়েছেন। কবি নাজমুল কবির প্রকৃত পক্ষে পহেলা জানুয়ারী উনিশশত ষাট সালে নাটোর জেলার বড়াইগ্রাম থানার বড়াইগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নিষ্ঠুর দারিদ্রতাকে জয় করে তিনি দেখিয়েছেন নিজের দৃঢ় আত্ম-প্রত্যয়ের দুঃসহ যন্ত্রনা। তিনি ছোট বেলা থেকেই লেখালেখি পছন্দ করতেন এবং কাপাসিয়া পাইলট হাই স্কুলে অধ্যয়নরত থাকাকালীন সময়েই লেখায় হাতে খড়ি। কাপাসিয়া পাইলট হাই স্কুল হতে এস. এস. সি. এবং কাপাসিয়া কলেজ থেকে এইচ. এস. সি. কৃতিত্বের সহিত পাশ করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। ঢাকায় চাকুরীরত থাকাকালীন অবস্থায় তাঁর লেখা কবিতা সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত সেনাবার্তায় প্রকাশিত হয় এবং ঐ সময়েই সেনাবাহিনীর গোয়েন্দা পরিদপ্তর ও আই.এস.পি. এর অনুমতিক্রমে বাংলাদেশ বেতার ও টিভির তালিকাভূক্ত গীতিকার হন। তাঁর লেখা গান রেডিও ও টিভিতে নব্বই এর দশকে প্রচারিত হয়েছে। তিনি একাধারে একজন সাহিত্যিক ও অপরদিকে গাজীপুর২৪ডমকম প্রত্রিকার সম্পাদক এবং দৈনিক অপরাধ তথ্য পত্রিকার গাজীপুর জেলার ব্যুরো প্রধান। নবীন কবিদের প্রতি অগাধ ভালোবাসা যার নিত্য দিনের সঙ্গী। প্রকাশিত গ্রন্থসমূহঃ (১) হৃদয়ের মাঝখানে দেয়াল (২) এক বিন্দুতে ভালোবাসা (৩) নির্ঝর ভালোবাসা (৪) কবিতার কারুকাজ (৫) প্রম আসেনি (৬) ভুতের বাসা (৭) মেঘ বালিকার স্বপ্ন (৮) হোমিও মতে চিকিৎসা, হোমিও চিকিৎসা বিষয়ক বই (৯) দ্রোহের অগ্নি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ বারের বইমেলায় যৌথ কাব্যগ্রন্থ আলোর বিকাশসহ ৬ টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ তাঁর নিজস্ব শৈলী মাধুর্যতার পরিচয় মেলে। এবার বইমেলায় প্রকাশিত হবে 'শূন্য জীবন পুণ্যে ভরো' একক কাব্যগ্রন্থ।

এই বিভাগে আরো: « আঁধার নামিবে জনগণ!! »

1 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক expalay বৃহষ্পতিবার, 14 ডিসেম্বর 2023 17:45 লিখেছেন expalay

    cialis online generic Over expression of Aurora 3 in approximately 50 of colorectal cancers has also been reported in the article by Takahashi et al

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.