এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 25 ডিসেম্বর 2021 00:48

মুহাম্মদ নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                মুহাম্মদ মুহাম্মদ, হে মুহাম্মদ হে মুহাম্মদ, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ!
হাজার আশীষ্ শান্তি অশেষ্, পড়ুক ঝরে তোমার 'পরে, শ্বাসত চিরতরে।

আমার, স্মরনে মুহাম্মদ, মরণেও মুহাম্মদ।
বেদনার সান্ত্বনা মুহাম্মদ, বিরহেরও সান্ত্বনা মুহাম্মদ ।
আমার, প্রেরণা  মুহাম্মদ, সংস্কার চেতনাতেও মুহাম্মদ ।
কলমে লেখে নাতে মুহাম্মদ, কলবে গাহে নাতে মুহাম্মদ।

আমার, প্রাণের মুহাম্মদ, পোশাকেও মুহাম্মদ
আচারের আয়না মুহাম্মদ, আদর্শের অবয়বও মুহাম্মদ।
আমার, প্রভুর প্রিয় মুহাম্মদ, কুল মখলুকাতেরও প্রিয় মুহাম্মদ
সৃষ্টির সেরা মুহাম্মদ, মানবেরও সেরা মুহাম্মদ।

তোমার নামেই, আমার অশ্রু ঝরে, তোমার নাম ঠোঁটে এলে 
দু'চোখ বয়ে মুখ ভেসে যায় , বুক ভেঙে যায় অশ্রু জলে।
তোমার নামেই, আমার কলম, আমার কলেবরে, আমার হৃদে আগুন জ্বলে, 
আমার জীবন, আমার জায়েদাৎ, কুরবান হোক, যৌবন যাক চোলে হে মুহাম্মদ।

ইতিহাস মুছেছে কতই না ছবি , মোছেনি তার একটি আঙুলেরও ইশারা
সৃষ্টির সেরা অনুপম শেষ নবী, রেখেছি সযত্নে তোমার প্রতিটি নড়াচড়া।
আজি ঘোষনা এ আমার , তোমার শান উপরে সবার, কলম আমার হৃদয় আমার
সবকিছু ভুলে বেমালুম এ প্রতিষ্ঠা এ চেয়ার , তোমার শানে কুরবান আগে সবার, হে মুহাম্মাদ

ডরি না কাহাকেও এই দুনিয়ায়, বহিছে ঈমানী লহু শিরায় শিরায়
মিষ্টি সে মৃত্যুরে সামনে টানি , খাড়া থাকি দুয়ারে দাঁড়ায় 
যতটুকু আছে এ দম  একটানা হরদম একনাম গেয়ে যায়
অধীর ও নামে হৃদ সঁপে প্রতিক্ষায় দেখিতে তোমায়, হে মুহাম্মাদ।            
            
485 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শুক্রবার, 14 জানুয়ারী 2022 23:47
শেয়ার করুন
সেখ কামারুল ইসলাম

পশ্চিমবঙ্গের হাওড়ার হাটুড়িয়া গ্রামের অধিবাসী । মূলতঃ প্রবন্ধ লিখলেও মাঝে মধ্যে ছোট গল্প-কবিতা লেখেন । টেলিকম টেকনোলজিতে স্নাতকোত্তর সেখ কামারুল ইসলাম বর্তমানে লোকো পাইলট হিসেবে ভারতীয় রেলওয়েতে কর্মরত । সমাজসেবার নানান কর্মকাণ্ডের সঙ্গে সঙ্গে সাহিত্য সেবাও করে চলেছেন ।

সেখ কামারুল ইসলাম এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

7 মন্তব্য