এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 03 জানুয়ারী 2022 12:49

আয়না নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                আয়না

আগুন? কোথায়?
ঝড়-বৃষ্টির ঝাপটায় সব চৌপাট।
দিনে-দিনে একটা-দশটা 
মহীরূহের পতন হতে হতে 
আজ একটাও আর চোখের সীমানায় নেই
যার তলে ছাতাটা মাথায় নিয়ে দাঁড়াতে পারি,
নগন্য এককাঠি এ বারুদ 
বুকের অবশিষ্ট উষ্ণতায় ওম্ দিতে পারি!
অমীয় দা! তুমি যে রেখে-দেখে আশার সান্ত্বনা দিতে চাও,
আমি চাই, ঝড়ের ঝাপটায় সবটা সমতল হয়ে,
আবার প্রাণের সাড়া উঠুক নতুন করে! 
হয়তো তুমিই সঠিক, আমারটা সব ভুল!
হয়তো তুমি এখনও ধনী, তোমার এককাঠি বারুদ আছে।
আমি? পারিনি বাঁচাতে সে বারুদ কাঠিখানা
আমার হৃদয়ে এখন শুধুই একটুকরো খাক্ পড়ে রয়েছে!            
            
485 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শুক্রবার, 14 জানুয়ারী 2022 23:49
শেয়ার করুন
সেখ কামারুল ইসলাম

পশ্চিমবঙ্গের হাওড়ার হাটুড়িয়া গ্রামের অধিবাসী । মূলতঃ প্রবন্ধ লিখলেও মাঝে মধ্যে ছোট গল্প-কবিতা লেখেন । টেলিকম টেকনোলজিতে স্নাতকোত্তর সেখ কামারুল ইসলাম বর্তমানে লোকো পাইলট হিসেবে ভারতীয় রেলওয়েতে কর্মরত । সমাজসেবার নানান কর্মকাণ্ডের সঙ্গে সঙ্গে সাহিত্য সেবাও করে চলেছেন ।

সেখ কামারুল ইসলাম এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

6 মন্তব্য