নারীর ধরণ নারীর ধরণ গায়ের গড়ন চার প্রকারের হয়, পদ্মিনী ও চিত্রিণী ভাই দুই ধরণের কয়। শঙ্খিনী ও হস্তিনী ভাই নতুন করে পাই, শারীরিক সেই গড়ন দেখে সকল বুঝবে ভাই। পদ্মের মতো চক্ষু দু'টি স্মিত হাস্যময়ী, সদা সত্যি কথা বলে ভুবন করে জয়ী। যৌনতা ও অপকর্মে সদা থাকেন দূরে, মিষ্টি মধুর কথা বলে ডাকে আপন সুরে। পদ্মিনী সেই নারীর থাকে কোঁকড়ানো তার চুল, ধর্ম-কর্মে থাকেন ব্যস্ত নহে একটুও ভুল। চিত্রিণী যে নারীর গঠন প্রমাণ শরীর হয়, মুখের মাঝে মৃদু হাসি সদা লেগে রয়। ধীরে সুস্থে চলাফেরা অস্থিরতা নেই, নরম শরীর মসৃণ চুলে পাগলপারা সেই। অতিরিক্ত স্বামী ভক্তি তাঁদের মাঝে পাই, পর পুরুষের সঙ্গ দিতে তাঁরা কভু নাই। শঙ্খিনী তাঁর দীর্ঘ শরীর সকল গড়ন মোটা, চঞ্চল তাঁদের চলন বলন উন্নত তাঁর বোটা। হস্তিনী তাঁর ভারী শরীর কথা বলে জোরে, বেশি খাওয়া প্রচণ্ড ঘুম মিথ্যা নিয়ে ঘোরে। পর পুরুষের সঙ্গ দিতে অল্পতে যায় পটে, পরকিয়ার কথা বললে ওঠে ভীষণ চটে। চার ধরনের নারীর স্বভাব রাখুন সবাই মনে চিনে নেবেন ভালো নারী বলি অধম জনে। _____________________

নাজমুল কবির
নিভৃতচারি কবি যিনি তাঁর মসির আঁচড়ে সামাজিক অবক্ষয়ের বাস্তব চিত্র অঙ্কন করে পাঠক সমাজে বেশ সমাদৃত হয়েছেন। কবি নাজমুল কবির প্রকৃত পক্ষে পহেলা জানুয়ারী উনিশশত ষাট সালে নাটোর জেলার বড়াইগ্রাম থানার বড়াইগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নিষ্ঠুর দারিদ্রতাকে জয় করে তিনি দেখিয়েছেন নিজের দৃঢ় আত্ম-প্রত্যয়ের দুঃসহ যন্ত্রনা। তিনি ছোট বেলা থেকেই লেখালেখি পছন্দ করতেন এবং কাপাসিয়া পাইলট হাই স্কুলে অধ্যয়নরত থাকাকালীন সময়েই লেখায় হাতে খড়ি। কাপাসিয়া পাইলট হাই স্কুল হতে এস. এস. সি. এবং কাপাসিয়া কলেজ থেকে এইচ. এস. সি. কৃতিত্বের সহিত পাশ করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। ঢাকায় চাকুরীরত থাকাকালীন অবস্থায় তাঁর লেখা কবিতা সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত সেনাবার্তায় প্রকাশিত হয় এবং ঐ সময়েই সেনাবাহিনীর গোয়েন্দা পরিদপ্তর ও আই.এস.পি. এর অনুমতিক্রমে বাংলাদেশ বেতার ও টিভির তালিকাভূক্ত গীতিকার হন। তাঁর লেখা গান রেডিও ও টিভিতে নব্বই এর দশকে প্রচারিত হয়েছে। তিনি একাধারে একজন সাহিত্যিক ও অপরদিকে গাজীপুর২৪ডমকম প্রত্রিকার সম্পাদক এবং দৈনিক অপরাধ তথ্য পত্রিকার গাজীপুর জেলার ব্যুরো প্রধান। নবীন কবিদের প্রতি অগাধ ভালোবাসা যার নিত্য দিনের সঙ্গী। প্রকাশিত গ্রন্থসমূহঃ (১) হৃদয়ের মাঝখানে দেয়াল (২) এক বিন্দুতে ভালোবাসা (৩) নির্ঝর ভালোবাসা (৪) কবিতার কারুকাজ (৫) প্রম আসেনি (৬) ভুতের বাসা (৭) মেঘ বালিকার স্বপ্ন (৮) হোমিও মতে চিকিৎসা, হোমিও চিকিৎসা বিষয়ক বই (৯) দ্রোহের অগ্নি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ বারের বইমেলায় যৌথ কাব্যগ্রন্থ আলোর বিকাশসহ ৬ টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ তাঁর নিজস্ব শৈলী মাধুর্যতার পরিচয় মেলে। এবার বইমেলায় প্রকাশিত হবে 'শূন্য জীবন পুণ্যে ভরো' একক কাব্যগ্রন্থ।
নাজমুল কবির এর সর্বশেষ লেখা
1 মন্তব্য
- মন্তব্যের লিঙ্ক
মঙ্গলবার, 01 আগষ্ট 2023 20:04 লিখেছেন kkyqcMcdW
Follow up Annual Mammography generic cialis online europe Masteroxyl 100 is perhaps one of the more exotic androgenic anabolic steroids that may be used by an athlete
মন্তব্য করুন
Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.