বুধবার, 23 মার্চ 2022 08:26

মানবতার জয় নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                মানবতার জয়

আমি স্বপ্নবাজ তাই মানবতার স্বপ্ন দেখি,
ছন্দে ছন্দে কিছু মানবিক স্বপ্ন যাই লিখি।
আলসেমি করে স্বপ্ন কভু দেখো না,
উদ্যমী হতে কভু ভয় পেও না।
সুনীতি যার নাই তার সাথে মিশো না,
অত্যাচারীকে কভু ছাড় দিও না।
সময়ের অপচয় যে করে সে চরম বোকা,
ঠকে যাবে ঠেকে যাবে খাবে সে ধোঁকা।
জ্ঞানীগুণী যারে দাও তারে ভালোবাসা,
অন্ন-বস্ত্রহীনকে দাও অন্নবস্ত্র পূরণ হোক এ আশা।
যার নাই গৃহ তারে দ্রুত গৃহদান করো,
আমরন দুর্নীতির বিরুদ্ধে প্রাণপণে লড়ো।
চিকিৎসা যার নেই তারে সেবা দাও,
এতিম, অসহায়দের বুকে টেনে নাও।
সবার জন্য শিক্ষা বাস্তবায়ন করা চাই,
মানবতার জয় হোক এসো শান্তির গান গাই।

*********************************            
            
471 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শনিবার, 14 মে 2022 18:21
শেয়ার করুন
মোঃ হেদায়েতুল ইসলাম

মোঃ হেদায়েতুল ইসলাম। তিনি উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র সিরাজগঞ্জের মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন সময় চীন সরকারের বৃত্তি নিয়ে উচ্চ শিক্ষার লক্ষ্যে চীনের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নের সুযোগ লাভ করেন। ভ্রমণ করতে, বই পড়তে এবং লেখালেখি করতে অনেক ভালোবাসেন । আমেরিকা, রাশিয়া, চায়না, ভারত ও ইউরোপের বিভিন্ন দেশে তাঁর লেখা ইতোমধ্যে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। মোঃ হেদায়েতুল ইসলাম (তেজী কবি)এর কবিতা, লেখা গান, গল্প, ভ্রমণ কাহিনী, উপন্যাস ইতোমধ্যে দেশ ও আন্তর্জাতিক মহলে যথেষ্ট সুনাম অর্জন করেছে । লেখালেখির পাশাপাশি দেশ ও আন্তর্জাতিক মহলের খেলাধুলায় যথেষ্ট কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। এ ছাড়াও দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্বেচ্ছাসেবী সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।মানবতার কল্যাণে বহু কাজ করছেন এবং আজীবন কাজ করতে চান। তিনি সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করছেন।

মোঃ হেদায়েতুল ইসলাম এর সর্বশেষ লেখা

4 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক  নাজমুল কবির বুধবার, 06 এপ্রিল 2022 21:54 লিখেছেন নাজমুল কবির

    আপনার মননশীল কবিতা আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনি লিখে যান। ৫টি লেখা যুক্ত হলে আমাদের অ্যাপস এ কবিতা প্রকাশ করা হবে। নিয়মিত লেখা পোস্ট করার জন্য অনুরোধ রইল।

  • মন্তব্যের লিঙ্ক  নাজমুল কবির বুধবার, 06 এপ্রিল 2022 21:54 লিখেছেন নাজমুল কবির

    আপনার মননশীল কবিতা আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনি লিখে যান। ৫টি লেখা যুক্ত হলে আমাদের অ্যাপস এ কবিতা প্রকাশ করা হবে। নিয়মিত লেখা পোস্ট করার জন্য অনুরোধ রইল।

  • মন্তব্যের লিঙ্ক  নাজমুল কবির বুধবার, 06 এপ্রিল 2022 21:54 লিখেছেন নাজমুল কবির

    আপনার মননশীল কবিতা আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনি লিখে যান। ৫টি লেখা যুক্ত হলে আমাদের অ্যাপস এ কবিতা প্রকাশ করা হবে। নিয়মিত লেখা পোস্ট করার জন্য অনুরোধ রইল।

  • মন্তব্যের লিঙ্ক  নাজমুল কবির বুধবার, 06 এপ্রিল 2022 21:54 লিখেছেন নাজমুল কবির

    আপনার মননশীল কবিতা আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনি লিখে যান। ৫টি লেখা যুক্ত হলে আমাদের অ্যাপস এ কবিতা প্রকাশ করা হবে। নিয়মিত লেখা পোস্ট করার জন্য অনুরোধ রইল।

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.