এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 12 মে 2022 23:53

ব্যথা নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                ব্যথা

ছোট্ট জীবনে কত ব্যথা আসে যায়,
স্রষ্টার লীলা খেলা বুঝা বড় দায়।
অল্প ব্যথা থেকে কেউবা হা হুতাশ করে,
ব্যথা পেয়ে ব্যথা নিয়ে কেউ যায় হঠাৎ মরে।
ব্যথা পেয়ে কেউ দেখ পাগল হয়ে রাস্তায় ঘুরে,
অজস্র ব্যথা নিয়ে কেউ কেউ চলে যায় দূরে।
মানুষ বড়ই অভিমানী কেউ বলে কেউ চুপ থাকে,
দেখ ব্যথা ভরা কত মানুষ পৃথিবীর বাঁকে বাঁকে।
কারো ব্যথা নেই চাকরি নেই ভালো পেশা,
কারো ব্যথা ঘরে চাল নেই অতি করুণ দশা।
কারো ব্যথা রোগে ভোগে চিকিৎসা নেই,
কারো ব্যথা ছেঁড়া বস্ত্র পরে ভাঙ্গা ঘরে ঠাঁই।
কারো ব্যথা সুশিক্ষা চেয়েছিল অভাবে হয় না,
কারো ব্যথা জীবনে ভালো সুযোগই পায় না।
কারো ব্যথা শেষ হওয়া কাজটি শেষ হয় না,
কারো ব্যথা উপকার করেও নাম পায় না।
কারো ব্যথা শ্রমের সঠিক মূল্য মেলে না,
কারো ব্যথা ছেলে মেয়ে ভালো আচরণ করে না।
কারো ব্যথা রমণীর অজস্র দুর্ব্যবহার নিয়ে,
কারো ব্যথা স্বামীর অতিষ্ঠ আচরণ  দিয়ে।
কারো ব্যথা ক্ষমতা নাই বড়ই অসহায়,
কারো ব্যথা অমানুষের আচরণে মান যায়।
কারো ব্যথায় কারো জীবন হয়ে গেছে নষ্ট,
কারো ব্যথায় জেগে ওঠো হবে না পথভ্রষ্ট।            
            
330 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শনিবার, 14 মে 2022 18:45
শেয়ার করুন
মোঃ হেদায়েতুল ইসলাম

মোঃ হেদায়েতুল ইসলাম। তিনি উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র সিরাজগঞ্জের মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন সময় চীন সরকারের বৃত্তি নিয়ে উচ্চ শিক্ষার লক্ষ্যে চীনের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নের সুযোগ লাভ করেন। ভ্রমণ করতে, বই পড়তে এবং লেখালেখি করতে অনেক ভালোবাসেন । আমেরিকা, রাশিয়া, চায়না, ভারত ও ইউরোপের বিভিন্ন দেশে তাঁর লেখা ইতোমধ্যে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। মোঃ হেদায়েতুল ইসলাম (তেজী কবি)এর কবিতা, লেখা গান, গল্প, ভ্রমণ কাহিনী, উপন্যাস ইতোমধ্যে দেশ ও আন্তর্জাতিক মহলে যথেষ্ট সুনাম অর্জন করেছে । লেখালেখির পাশাপাশি দেশ ও আন্তর্জাতিক মহলের খেলাধুলায় যথেষ্ট কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। এ ছাড়াও দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্বেচ্ছাসেবী সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।মানবতার কল্যাণে বহু কাজ করছেন এবং আজীবন কাজ করতে চান। তিনি সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করছেন।

মোঃ হেদায়েতুল ইসলাম এর সর্বশেষ লেখা

1 মন্তব্য