যুদ্ধ নয় শান্তি চাই কত সুন্দর মানব প্রভু সৃষ্টি করলে আপন হাতে, সেই মানবে মানব মারে যুদ্ধ করে দিনে রাতে। আকাশ সৃষ্টি করে দিলে রবি শশীর আলো জ্বেলে, সেই আকাশে যুদ্ধ বিমান নিত্য যে দেয় বারুদ ঢেলে। যেই আকাশে স্নিগ্ধ বাতাস পাখি উড়তো মেলে ডানা, সেই আকাশে জঙ্গি বিমান মানুষ মেরে করছে ফানা। এই জামিনে ফুল ফসলে ছিলো চলার মিষ্টি ছন্দ, সেই জমিনে বাতাস ভারী হাজার মরা লাশের গন্ধ। মানবতার প্রীতি ভরে দাও না প্রভু ধরার বুকে, যুদ্ধ খেলা বন্ধ করে মানুষ থাকুক মহা সুখে। =============

মোঃ মিজানুর রহমান
মোঃ মিজানুর রহমান যশোর জেলার মনিরামপুর উপজেলার চন্ডিপুর গ্রামে ০১-০১-১৯৮২ ইং তারিখে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মোঃ আবুল হোসেন ও মমতাময়ী মা মোছাঃ আসুরা বেগম ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। তিনি রংপুর বিশ্ববিদ্যালয় হতে বি.এস.এস. এ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছোটবেলা হতে লেখালেখির উপর প্রবল ঝোঁক। তাঁর প্রাকাশিত যৌথ কাব্যগ্রন্থের মধ্যে "কাব্য রসের হাঁড়ি", "বিদ্রোহী কন্যা", "মিষ্টি প্রেমের ছোঁয়া " বাংলা ও বাঙালি "আলোর যাত্রী"। তিনি বিভিন্ন সাহিত্য সংগঠন হতে বহু সম্মাননা সনদ অর্জন করে খ্যাতি অর্জন করেছেন। লেখার জগতে তিনি আরও ভালো ভালো কবিতা উপহার দেবেন এটাই আমাদের প্রত্যাশা। তাঁর সফলতা ও উন্নতি কামনা করি।
মোঃ মিজানুর রহমান এর সর্বশেষ লেখা
3 মন্তব্য
- মন্তব্যের লিঙ্ক
শুক্রবার, 20 মে 2022 18:27 লিখেছেন নাজমুল কবির
বেশ ভালো লেগেছে দাদা ভাই। আগামী শনিবার দিন নাম যুক্ত করা হবে।
- মন্তব্যের লিঙ্ক
শুক্রবার, 20 মে 2022 18:27 লিখেছেন নাজমুল কবির
বেশ ভালো লেগেছে দাদা ভাই। আগামী শনিবার দিন নাম যুক্ত করা হবে।
- মন্তব্যের লিঙ্ক
শুক্রবার, 20 মে 2022 18:27 লিখেছেন নাজমুল কবির
বেশ ভালো লেগেছে দাদা ভাই। আগামী শনিবার দিন নাম যুক্ত করা হবে।
মন্তব্য করুন
Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.