সোমবার, 16 মে 2022 12:23

যুদ্ধ বন্ধ কর নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                যুদ্ধ বন্ধ কর

অই অসুরের দল 
তোরা থামবি কি না বল?
পরের দেশে বীরের বেশে 
নাড়ছিস বসে কল।।
নইলে পরে গায়ে তোদের 
দেবো গরম জল-
অই অসুরের দল 
তোরা থামবি কি না বল? 
এখন তোদের ধরছি হাতে 
খোদার কসম থাকবো সাথে 
যুদ্ধ বন্ধ কর- 
ইহুদি আর নাৎসি বলি 
তবুও তোদের সঙ্গে চলি 
মরবি তোরা মর।।

হারামখোর আর হারামি তুই
গিলতে চাচ্ছিস সমগ্র ভূঁই 
মরার চিন্তা কর- 
রহম নেইকো তোদের দিলে 
পৃথিবী চাস খেতে গিলে 
মরবি তোরা তিলে তিলে 
লাগাম টেনে ধর।। 

যা যা শালা মরবি তোরা মর। 
বিশ্বটাকে নিঃস্ব করে 
যখন তোরা যাবি মরে 
একটু চিন্তা কর- 
উপনিবেশ দেশে দেশে 
করছিস তোরা বীরের বেশে 
মর রে তোরা মর।। 

তামাম বিশ্ব হচ্ছে নিঃস্ব 
চেয়ে তোরা দেখছিস দৃশ্য 
দিলে রহম ধর।
মরতে চাইলে মরতে পারতিস 
মিসাইল বোমা কেন ছাড়ছিস 
মানবতা ধর-
মানবতার ধ্বজাধারী 
তোরা হলি দেশ কাণ্ডারী 
জুতা মেরে মর।।

বুকটা এবার দিলাম পেতে 
আয় রে তোরা রক্ত খেতে 
বুকে গুলি কর- 
ভাবছিস ভয়ে যাবো মরে 
নে নিবি কী আমায় ধরে 
অই অসুরের বর।।
মারণাস্ত্র ছাড়বি তোরা 
প্রোটন বোমা মারবো মোরা 
দেখবি বসে ফল- 
গজব পড়বে তোদের বুকে 
মরবি তোরা ধুকে ধুকে 
থাকবে না কো বল।।
ওরে তোদের শুয়োর বলি 
  এটাই হচ্ছে মধুর বুলি 
  থামবি কি না বল- 
  যুদ্ধ খেলা বন্ধ করো 
মানবতা আঁকড়ে ধরো 
  পাবি ভালো ফল।।
বিশ্বযুদ্ধ বাঁধলে পারে 
সকল মানুষ পড়বে ফেরে 
  পাবি প্রস্তর যুগ- 
সময় থাকতে ভাবতে হবে 
মানুষ তোরা হবি কবে 
  নে একটা সুযোগ। 
মোড়লগিরি দে রে ছেড়ে 
নেকড়ে নেউল আসছে তেড়ে 
  চিন্তা ভাবনা কর- 
শান্তির পায়রা দে উড়িয়ে 
যুদ্ধের মোড় দে ঘুরিয়ে 
  আয়না মুখে ধর।।
ওরে অসুর মরবি, তোরা মর 
বিশ্বটাকে নতুন করে গড়।।
ভাবার সময় ভাবতে হবে 
  আলোর মিছিল ধর, 
  যুদ্ধ বন্ধ কর।
অই অসুরের দল 
তোরা থামবি কি না বল?
পরের দেশে বীরের বেশে 
  নাড়ছিস বসে কল।।
নইলে পরে গায়ে তোদের 
  দেবো গরম জল-
  অই অসুরের দল 
তোরা থামবি কি না বল? 

(যুদ্ধ কোন সমাধান নয়
যুদ্ধ বন্ধ করার নিবেদন।)            
            
376 বার পড়া হয়েছে
শেয়ার করুন
 নাজমুল কবির

নিভৃতচারি কবি যিনি তাঁর মসির আঁচড়ে সামাজিক অবক্ষয়ের বাস্তব চিত্র অঙ্কন করে পাঠক সমাজে বেশ সমাদৃত হয়েছেন। কবি নাজমুল কবির প্রকৃত পক্ষে পহেলা জানুয়ারী উনিশশত ষাট সালে নাটোর জেলার বড়াইগ্রাম থানার বড়াইগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নিষ্ঠুর দারিদ্রতাকে জয় করে তিনি দেখিয়েছেন নিজের দৃঢ় আত্ম-প্রত্যয়ের দুঃসহ যন্ত্রনা। তিনি ছোট বেলা থেকেই লেখালেখি পছন্দ করতেন এবং কাপাসিয়া পাইলট হাই স্কুলে অধ্যয়নরত থাকাকালীন সময়েই লেখায় হাতে খড়ি। কাপাসিয়া পাইলট হাই স্কুল হতে এস. এস. সি. এবং কাপাসিয়া কলেজ থেকে এইচ. এস. সি. কৃতিত্বের সহিত পাশ করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। ঢাকায় চাকুরীরত থাকাকালীন অবস্থায় তাঁর লেখা কবিতা সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত সেনাবার্তায় প্রকাশিত হয় এবং ঐ সময়েই সেনাবাহিনীর গোয়েন্দা পরিদপ্তর ও আই.এস.পি. এর অনুমতিক্রমে বাংলাদেশ বেতার ও টিভির তালিকাভূক্ত গীতিকার হন। তাঁর লেখা গান রেডিও ও টিভিতে নব্বই এর দশকে প্রচারিত হয়েছে। তিনি একাধারে একজন সাহিত্যিক ও অপরদিকে গাজীপুর২৪ডমকম প্রত্রিকার সম্পাদক এবং দৈনিক অপরাধ তথ্য পত্রিকার গাজীপুর জেলার ব্যুরো প্রধান। নবীন কবিদের প্রতি অগাধ ভালোবাসা যার নিত্য দিনের সঙ্গী। প্রকাশিত গ্রন্থসমূহঃ (১) হৃদয়ের মাঝখানে দেয়াল (২) এক বিন্দুতে ভালোবাসা (৩) নির্ঝর ভালোবাসা (৪) কবিতার কারুকাজ (৫) প্রম আসেনি (৬) ভুতের বাসা (৭) মেঘ বালিকার স্বপ্ন (৮) হোমিও মতে চিকিৎসা, হোমিও চিকিৎসা বিষয়ক বই (৯) দ্রোহের অগ্নি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ বারের বইমেলায় যৌথ কাব্যগ্রন্থ আলোর বিকাশসহ ৬ টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ তাঁর নিজস্ব শৈলী মাধুর্যতার পরিচয় মেলে। এবার বইমেলায় প্রকাশিত হবে 'শূন্য জীবন পুণ্যে ভরো' একক কাব্যগ্রন্থ।

1 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক CRidRT মঙ্গলবার, 01 আগষ্ট 2023 16:15 লিখেছেন CRidRT

    pariet losartan egypt They can also mine the minutes of last month s meeting for clues on how strongly the Fed s policy setting committee is leaning toward September taking viagra and cialis together

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.