রবিবার, 22 মে 2022 08:13

বিধির নিপুণ সৃষ্টি নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                বিধির নিপুণ সৃষ্টি

নভে দেখি চন্দ্র তারা
  অজানা দীপ জ্বালে,
সুবিশাল এই সৌরজগৎ
  প্রভু ক্যামনে পালে?

সূয্যি মামার আলোবিহীন
  যায় কি ভাবা বিশ্ব?
শূন্যাকাশে মেঘের ভেলা
  ভাবায় অবাক দৃশ্য।

পাহাড় পর্বত সাগর নদী
  দেখ খুলে দৃষ্টি,
সুপেয় জল সুমিষ্ট ফল
  বিধির নিপুণ সৃষ্টি।

একূল ভাঙে ওকূল গড়ে
  যায় না কর্মী দেখা,
ঝরছে ঝর্ণা নিরবধি
  অদৃশ্য মূল রেখা।

মানুষ খোদার শ্রেষ্ঠ সৃজন
  তাঁরই দোস্ত নবী,
কলম হাতে সাহায্য চাই
  বিশ্বের সকল কবি।            
            
280 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ মঙ্গলবার, 31 মে 2022 09:52
শেয়ার করুন
হোসাইন মুহাম্মদ মুরাদ মিয়া

হোসাইন মুহাম্মদ মুরাদ মিয়া একজন উদীয়মান তরুন কবি। তাঁর তেজোদ্দীপ্ত লেখায় সমাজের অসংগতি ও বাস্তব চিত্র সুন্দর সুচারু রূপে তুলে ধরেন।

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.