এই পৃষ্ঠা প্রিন্ট করুন
মঙ্গলবার, 24 মে 2022 18:41

কর্মে সফল নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                কর্মে সফল। 

পরিশ্রমই সফলতার
   চাবিকাঠি হয়,
যুগে যুগে এমন কথা 
   বিজ্ঞজনে কয়।

অলসতা শয়তানের ঘর
   হাদিস পাকে রয়,
হালাল পথের কর্মে দেবে
   সফলতার জয়।

পরগাছাটা পরের উপর 
   জীবন করে পার,
স্বাধীনতা বলে কিছু 
   থাকে নাতো তার।

বেকার জীবন ধ্বংস আনে
   শ্রমে দেবে মন,
কর্মে সফল হবেই হবে
   কঠিন করো পণ।

কর্ম করো ধর্ম মতে
   ধরার মানব সব,
সফল মানব হবে তারা
   বলেন মহান রব।            
            
281 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ মঙ্গলবার, 31 মে 2022 10:01
শেয়ার করুন
মোঃ মিজানুর রহমান

মোঃ মিজানুর রহমান যশোর জেলার মনিরামপুর উপজেলার চন্ডিপুর গ্রামে ০১-০১-১৯৮২ ইং তারিখে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মোঃ আবুল হোসেন ও মমতাময়ী মা মোছাঃ আসুরা বেগম ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। তিনি রংপুর বিশ্ববিদ্যালয় হতে বি.এস.এস. এ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছোটবেলা হতে লেখালেখির উপর প্রবল ঝোঁক। তাঁর প্রাকাশিত যৌথ কাব্যগ্রন্থের মধ্যে "কাব্য রসের হাঁড়ি", "বিদ্রোহী কন্যা", "মিষ্টি প্রেমের ছোঁয়া " বাংলা ও বাঙালি "আলোর যাত্রী"। তিনি বিভিন্ন সাহিত্য সংগঠন হতে বহু সম্মাননা সনদ অর্জন করে খ্যাতি অর্জন করেছেন। লেখার জগতে তিনি আরও ভালো ভালো কবিতা উপহার দেবেন এটাই আমাদের প্রত্যাশা। তাঁর সফলতা ও উন্নতি কামনা করি।

মোঃ মিজানুর রহমান এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

1 মন্তব্য