এসিসি পরিবার কর্মই ধর্ম চৌকস দীপ্ত শিরে সদা করি ধারণ মসির খোঁচায় করি চুরমার আমরা এসিসি পরিবার।। আমরা সৈনিক দুরন্ত দৈনিক সকলেই বীর নওজোয়ান, সেনানীর বেশে ঘুরি দেশে দেশে যুদ্ধের মাঠে দুরন্ত দুর্বার আমরা এসিসি পরিবার।। দেশ ও দশের স্বার্থে বলীয়ান উঁচু রাখি মোরা শির, বিজয়ের লক্ষ্যে সকলের পক্ষে আমরা অকুতোভয় বীর, মিশনে ছুটে চলি দুর্বার, আমরা এসিসি পরিবার।। যুদ্ধের ময়দানে পালায় শয়তানে অসি নয় মসিতে করি সংহার, বাংলার মাটিতে শত্রুর ঘাঁটিতে গুড়িয়ে উড়িয়ে করি চুরমার, আমরা এসিসি পরিবার।।

নাজমুল কবির
নিভৃতচারি কবি যিনি তাঁর মসির আঁচড়ে সামাজিক অবক্ষয়ের বাস্তব চিত্র অঙ্কন করে পাঠক সমাজে বেশ সমাদৃত হয়েছেন। কবি নাজমুল কবির প্রকৃত পক্ষে পহেলা জানুয়ারী উনিশশত ষাট সালে নাটোর জেলার বড়াইগ্রাম থানার বড়াইগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নিষ্ঠুর দারিদ্রতাকে জয় করে তিনি দেখিয়েছেন নিজের দৃঢ় আত্ম-প্রত্যয়ের দুঃসহ যন্ত্রনা। তিনি ছোট বেলা থেকেই লেখালেখি পছন্দ করতেন এবং কাপাসিয়া পাইলট হাই স্কুলে অধ্যয়নরত থাকাকালীন সময়েই লেখায় হাতে খড়ি। কাপাসিয়া পাইলট হাই স্কুল হতে এস. এস. সি. এবং কাপাসিয়া কলেজ থেকে এইচ. এস. সি. কৃতিত্বের সহিত পাশ করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। ঢাকায় চাকুরীরত থাকাকালীন অবস্থায় তাঁর লেখা কবিতা সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত সেনাবার্তায় প্রকাশিত হয় এবং ঐ সময়েই সেনাবাহিনীর গোয়েন্দা পরিদপ্তর ও আই.এস.পি. এর অনুমতিক্রমে বাংলাদেশ বেতার ও টিভির তালিকাভূক্ত গীতিকার হন। তাঁর লেখা গান রেডিও ও টিভিতে নব্বই এর দশকে প্রচারিত হয়েছে। তিনি একাধারে একজন সাহিত্যিক ও অপরদিকে গাজীপুর২৪ডমকম প্রত্রিকার সম্পাদক এবং দৈনিক অপরাধ তথ্য পত্রিকার গাজীপুর জেলার ব্যুরো প্রধান। নবীন কবিদের প্রতি অগাধ ভালোবাসা যার নিত্য দিনের সঙ্গী। প্রকাশিত গ্রন্থসমূহঃ (১) হৃদয়ের মাঝখানে দেয়াল (২) এক বিন্দুতে ভালোবাসা (৩) নির্ঝর ভালোবাসা (৪) কবিতার কারুকাজ (৫) প্রম আসেনি (৬) ভুতের বাসা (৭) মেঘ বালিকার স্বপ্ন (৮) হোমিও মতে চিকিৎসা, হোমিও চিকিৎসা বিষয়ক বই (৯) দ্রোহের অগ্নি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ বারের বইমেলায় যৌথ কাব্যগ্রন্থ আলোর বিকাশসহ ৬ টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ তাঁর নিজস্ব শৈলী মাধুর্যতার পরিচয় মেলে। এবার বইমেলায় প্রকাশিত হবে 'শূন্য জীবন পুণ্যে ভরো' একক কাব্যগ্রন্থ।
নাজমুল কবির এর সর্বশেষ লেখা
4 মন্তব্য
- মন্তব্যের লিঙ্ক
মঙ্গলবার, 21 নভেম্বর 2023 01:18 লিখেছেন expalay
21 Hypergeometric mean analysis was performed as described by Chung and colleagues; 22 this comparison gives the likelihood of finding co occurrences between these gene sets by chance discreet cialis meds
- মন্তব্যের লিঙ্ক
বুধবার, 19 জুলাই 2023 17:25 লিখেছেন aTgZxNEyH
Further, the Agency did not actually discipline C1 until several months after Complainant initiated his EEO complaint, and there was no evidence that employees received any anti harassment training during the relevant time period propecia online pharmacy Postgrad Med J 2001; 77 703 707
- মন্তব্যের লিঙ্ক
শনিবার, 04 জুন 2022 21:02 লিখেছেন শেখ মুহাম্মদ সোহেল রানা
চমৎকার দাদুভাই
- মন্তব্যের লিঙ্ক
শনিবার, 04 জুন 2022 21:01 লিখেছেন শেখ মুহাম্মদ সোহেল রানা
চমৎকার দাদুভাই
মন্তব্য করুন
Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.