রবিবার, 29 মে 2022 19:05

বহুরূপী ঈদানন্দ নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                বহুরূপী ঈদানন্দ 

ঈদের খুশি ভেসে আসে একফালি ওই চাঁদে, 
ধনীর বাড়ি রমরমা ভাব গরীব দুখী কাঁদে।
ঈদের খুশি ধনীর ঘরে গরীবের ঘর ফাঁকা, 
গরীব ঘরে জন্ম নিয়ে দুখের স্বপ্ন মাখা।

ধনী কেনে শপিংমলে লাখো টাকার পণ্য, 
গরীব কেনে হাটে ঘাটে পরিবারের জন্য। 
ধনীর দুলাল বিলাসিতায় চলে অহম ভরে,
দুখীর ছেলে অল্প খেয়ে কী আনন্দ করে!

ঈদানন্দে দামি পোশাক কিবা দামি খানা,
অতিরিক্ত বিলাসিতা রবের কাছে মানা।
ধনীর আবাস পাঁচতলাতে ঈদানন্দ চলে,
গরীব হলেও ঈদ খুশিতে থাকে গাছের তলে।

বহুরূপী ঈদানন্দ হাসিকান্নার ভবে,
হাসি খুশি যেন  কাটাই মিলেমিশে সবে।
ঈদানন্দ নাচে গানে মদের বোতল হাতে, 
ঈদানন্দ কারো কাছে সিজদাহ্ গভীর রাতে।

নিজের খাবার বিলিয়ে দেয় দুখী জনের কাছে, 
ত্যাগী মনের মানুষগুলো আজো ভবে আছে।
ঋণের বোঝা হালকা করো গরীব দুখীর দিয়ে, 
কঠিন দিনে সহজ হবে শান্তি পাবে হিয়ে।            
            
322 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ মঙ্গলবার, 31 মে 2022 10:20
শেয়ার করুন
মোঃ মিজানুর রহমান

মোঃ মিজানুর রহমান যশোর জেলার মনিরামপুর উপজেলার চন্ডিপুর গ্রামে ০১-০১-১৯৮২ ইং তারিখে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মোঃ আবুল হোসেন ও মমতাময়ী মা মোছাঃ আসুরা বেগম ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। তিনি রংপুর বিশ্ববিদ্যালয় হতে বি.এস.এস. এ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছোটবেলা হতে লেখালেখির উপর প্রবল ঝোঁক। তাঁর প্রাকাশিত যৌথ কাব্যগ্রন্থের মধ্যে "কাব্য রসের হাঁড়ি", "বিদ্রোহী কন্যা", "মিষ্টি প্রেমের ছোঁয়া " বাংলা ও বাঙালি "আলোর যাত্রী"। তিনি বিভিন্ন সাহিত্য সংগঠন হতে বহু সম্মাননা সনদ অর্জন করে খ্যাতি অর্জন করেছেন। লেখার জগতে তিনি আরও ভালো ভালো কবিতা উপহার দেবেন এটাই আমাদের প্রত্যাশা। তাঁর সফলতা ও উন্নতি কামনা করি।

1 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক BGjgZNbu শুক্রবার, 21 জুলাই 2023 22:59 লিখেছেন BGjgZNbu

    No matter how small they might be, take the time to understand the risks involved so you can make an informed decision about your pregnancy test want to buy priligy in pakistan

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.