শুক্রবার, 20 মার্চ 2015 01:53

ফিরে এসো

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                গভীর রাতে পড়লো মনে তোমার কথা, 
হৃদয় কোণে ছড়িয়ে গেল বিষন্নতা
বন্ধ হলো সব কোলাহল নিরব ভুমি
সেই যে কবে চলে গেছ,কোথায় তুমি?

নেই তুমি তাই আঁধার আজি, সন্ধ্যা রাতে
কাঁদি আমি. সবাই কাঁদে আমার সাথে,
আকাশ পানে চেয়ে দেখি, আকাশ কাঁদে
পাহাড়-সাগর কাঁদে সবাই, তুমি বাদে।

বিষন্ন মন কেমন যেন একলা লাগে,
মনের মাঝে হঠাৎ কেমন ব্যথা জাগে
মনের ব্যথা মনের মাঝেই চেপে রাখি,
তুমি ফিরে আসবে বলে আশায় থাকি।

আশা আমার হয় নিরাশা, পাইনা তবু
তোমায় ছাড়া, কাউকে আমি চাইনা কভু,
কোথায় তুমি ফিরে এসো আমার বুকে
জীবন সাথী করে তোমায় রাখবো সুখে।

1554 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বুধবার, 25 মার্চ 2015 03:32
শেয়ার করুন
আবিদ আল আহসান

বলার মতো জীবনী নেই

5 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক QrTPHXC শনিবার, 29 জুলাই 2023 09:41 লিখেছেন QrTPHXC

    buy cialis online reviews Chemo, radiation, and some targeted therapies can make your mouth and throat sore

  • মন্তব্যের লিঙ্ক মোঃ খোরশেদ আলম শনিবার, 21 মার্চ 2015 11:13 লিখেছেন মোঃ খোরশেদ আলম

    valo laglo khub

  • মন্তব্যের লিঙ্ক সার্জেন্ট মোঃ নাজমুল কবির (অবঃ) শুক্রবার, 20 মার্চ 2015 23:47 লিখেছেন সার্জেন্ট মোঃ নাজমুল কবির (অবঃ)

    ভালো হয়েছে সুন্দর কাল দেবো

  • মন্তব্যের লিঙ্ক নুরুন্নবী জামশেদ শুক্রবার, 20 মার্চ 2015 13:10 লিখেছেন নুরুন্নবী জামশেদ

    গভীর রাতে পড়লো মনে তোমার কথা,
    হৃদয় কোণে ছড়িয়ে গেল বিষন্নতা.
    বন্ধ হলো সব কোলাহল নিরব।
    ভুমি সেই যে কবে চলে গেছ,
    কোথায় তুমি?
    নেই তুমি তাই আঁধার আজি,
    সন্ধ্যা রাতে কাঁদি আমি.
    সবাই কাঁদে আমার সাথে,
    আকাশ পানে চেয়ে দেখি,
    আকাশ কাঁদে পাহাড়-সাগর কাঁদে সবাই,
    তুমি বাদে।
    বিষন্ন মন কেমন যেন একলা লাগে,
    মনের মাঝে হঠাৎ কেমন ব্যথা জাগে.
    মনের ব্যথা মনের মাঝেই চেপে রাখি,
    তুমি ফিরে আসবে বলে আশায় থাকি।
    আশা আমার হয় নিরাশা,
    পাইনা তবু তোমায় ছাড়া.
    কাউকে আমি চাইনা কভু.
    কোথায় তুমি ফিরে এসো
    আমার বুকে জীবন সাথী করে তোমায় রাখবো সুখে।

  • মন্তব্যের লিঙ্ক নাহিদুর রহমান( নাহিদ) শুক্রবার, 20 মার্চ 2015 07:53 লিখেছেন নাহিদুর রহমান( নাহিদ)

    কবিতাটা বেশ সু্ন্দর
    ভালো লাগল
    সম্পাদন করে ফেলুন।সম্পাদনের জন্য সম্পাদন অপশনে ক্লিক করে নিজের ইচ্ছা মত লাইন গুলো সাজিয়ে নিন

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.