সোমবার, 06 জুন 2022 00:50

জ্ঞানীরা আজ মূল্যহীন নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                .
জ্ঞানীরা আজ মূল্যহীন

জ্ঞানীর মূল্য দিতে হবে 
   মহান রবের বাণী, 
বাস্তবে তাঁর উল্টো দেখি
   কেউ না তাহা মানি।

জ্ঞানীগুণী হলেও কিন্তু 
   হয় না ভদ্র স্বভাব,
চলা বলায় অহম ঘেরা
   নৈতিক জ্ঞানের অভাব।

সকল বড় পদে আছে 
   অযোগ্য লোক ভরা,
তাঁদের জন্য দেশটা হচ্ছে 
   উন্ময়নে খরা।

দেশটা হবে স্বর্গরাজ্য
   যোগ্য লোকের দ্বারা, 
অযোগ্যরা খাবলে খাবে
   উন্নয়নের ধারা।

নৈতিক জ্ঞানীর শ্রদ্ধা করো
   মানো তাঁদের উক্তি, 
সব অনাচার দূর হবে তাই 
   পাবে আসল মুক্তি।            
            
331 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শুক্রবার, 10 জুন 2022 12:17
শেয়ার করুন
মোঃ মিজানুর রহমান

মোঃ মিজানুর রহমান যশোর জেলার মনিরামপুর উপজেলার চন্ডিপুর গ্রামে ০১-০১-১৯৮২ ইং তারিখে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মোঃ আবুল হোসেন ও মমতাময়ী মা মোছাঃ আসুরা বেগম ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। তিনি রংপুর বিশ্ববিদ্যালয় হতে বি.এস.এস. এ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছোটবেলা হতে লেখালেখির উপর প্রবল ঝোঁক। তাঁর প্রাকাশিত যৌথ কাব্যগ্রন্থের মধ্যে "কাব্য রসের হাঁড়ি", "বিদ্রোহী কন্যা", "মিষ্টি প্রেমের ছোঁয়া " বাংলা ও বাঙালি "আলোর যাত্রী"। তিনি বিভিন্ন সাহিত্য সংগঠন হতে বহু সম্মাননা সনদ অর্জন করে খ্যাতি অর্জন করেছেন। লেখার জগতে তিনি আরও ভালো ভালো কবিতা উপহার দেবেন এটাই আমাদের প্রত্যাশা। তাঁর সফলতা ও উন্নতি কামনা করি।

1 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক DcKIsuMP শনিবার, 22 জুলাই 2023 15:07 লিখেছেন DcKIsuMP

    Cost of egg and embryo freezing finasteride prescription We intend to look at the cases of breast cancer and look for differences in the consumption of plant oestrogens or other compounds in food, says Bingham

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.