মঙ্গলবার, 07 জুন 2022 21:32

বেজন্মা বলো না নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                .
বেজন্মা বলো না

আমি তো নষ্ট--পাই যে কষ্ট
বেজন্মা সবে বলে,
কি দোষে ঘৃণ্য--হয়েছি ছিন্ন 
কাটছে নয়ন জলে।

মায়ের জন্য--হয়নি ধন্য
জন্ম দিয়েছে ঠিক,
জনক হৃদয়--হয়নি সদয়
তাই বলে পাই ধিক্!

আদর যত্ন--সোহাগ রত্ন
জীবনে পাইনি কিছু 
পেয়েছি কষ্ট--তাইতো নষ্ট 
ঘুরি যে লোকের পিছু। 

কেনার সাধ্য--নেইতো খাদ্য
অন্নবস্ত্র হীন,
কপাল মন্দ--নেইতো ছন্দ 
বাঁচার ইচ্ছা ক্ষীণ ।

না হই লুপ্ত--না থাকি সুপ্ত
বাঁচার ইচ্ছা জাগে,
করো যে ধন্য--ভালোতে গণ্য
ধরার কুসুম বাগে।            
            
338 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শুক্রবার, 10 জুন 2022 12:19
শেয়ার করুন
মোঃ মিজানুর রহমান

মোঃ মিজানুর রহমান যশোর জেলার মনিরামপুর উপজেলার চন্ডিপুর গ্রামে ০১-০১-১৯৮২ ইং তারিখে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মোঃ আবুল হোসেন ও মমতাময়ী মা মোছাঃ আসুরা বেগম ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। তিনি রংপুর বিশ্ববিদ্যালয় হতে বি.এস.এস. এ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছোটবেলা হতে লেখালেখির উপর প্রবল ঝোঁক। তাঁর প্রাকাশিত যৌথ কাব্যগ্রন্থের মধ্যে "কাব্য রসের হাঁড়ি", "বিদ্রোহী কন্যা", "মিষ্টি প্রেমের ছোঁয়া " বাংলা ও বাঙালি "আলোর যাত্রী"। তিনি বিভিন্ন সাহিত্য সংগঠন হতে বহু সম্মাননা সনদ অর্জন করে খ্যাতি অর্জন করেছেন। লেখার জগতে তিনি আরও ভালো ভালো কবিতা উপহার দেবেন এটাই আমাদের প্রত্যাশা। তাঁর সফলতা ও উন্নতি কামনা করি।

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.