শুক্রবার, 17 জুন 2022 08:38

কাব্য গঠন নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                কাব্য গঠন। 

কাব্য গঠন-- কাব্য পঠন 
সুন্দর হলে সৃষ্টি, 
শব্দ যতন --মনের মতন
ছন্দ হবেই মিষ্টি। 

পাঠক দৃষ্টি-- ছন্দ বৃষ্টি 
হোক না মধুর তুল্য,
সহজ সাধ্য-- হবেই বাধ্য 
পাবেই সঠিক মুল্য।

পর্ব পর্ব-- লাগবে গর্ব
অন্ত্যমিলের ছন্দ, 
তাল লয় মিলে-- ছন্দের দিলে
নয়তো কাব্য দ্বন্দ্ব। 

সত্যের কবি-- মৃত্যুর ছবি 
পরোয়া করে না সেইতো,
পাপীর অন্ত-- ভাঙবে দন্ত
ভয়ভীতি তার নেইতো।

সহজ সরল-- নেইতো গরল
লিখবে সত্য কাব্যে,
জবরদস্তি--অস্তিনাস্তি 
লিখবে এবং ভাব্যে।            
            
296 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শনিবার, 18 জুন 2022 10:39
শেয়ার করুন
মোঃ মিজানুর রহমান

মোঃ মিজানুর রহমান যশোর জেলার মনিরামপুর উপজেলার চন্ডিপুর গ্রামে ০১-০১-১৯৮২ ইং তারিখে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মোঃ আবুল হোসেন ও মমতাময়ী মা মোছাঃ আসুরা বেগম ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। তিনি রংপুর বিশ্ববিদ্যালয় হতে বি.এস.এস. এ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছোটবেলা হতে লেখালেখির উপর প্রবল ঝোঁক। তাঁর প্রাকাশিত যৌথ কাব্যগ্রন্থের মধ্যে "কাব্য রসের হাঁড়ি", "বিদ্রোহী কন্যা", "মিষ্টি প্রেমের ছোঁয়া " বাংলা ও বাঙালি "আলোর যাত্রী"। তিনি বিভিন্ন সাহিত্য সংগঠন হতে বহু সম্মাননা সনদ অর্জন করে খ্যাতি অর্জন করেছেন। লেখার জগতে তিনি আরও ভালো ভালো কবিতা উপহার দেবেন এটাই আমাদের প্রত্যাশা। তাঁর সফলতা ও উন্নতি কামনা করি।

এই বিভাগে আরো: « মেয়েদের জীবন বাবা »

2 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.