শনিবার, 18 জুন 2022 09:25

বাবা নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                বাবা

বাবা মানে এমন একজন
যার তুলনা হয় না,
বাবা মানে আনন্দ জোয়ার
কত রকম বায়না।

সকালবেলা ঘুম ভাঙ্গতেই
দেখি বাবা তৈরি,
স্কুলে নিতো বাবা আমায়
নিত্য কোলে করি।

টিফিন খাবে কি দিয়ে আজ
বল না খোকা,
বলতাম আমি খাবোনা যে
চোখ করে বাঁকা।

বলতো বাবা আদর করে
শোনো তুমি বাবা,
কোন কিছু না খেলে তাই 
কেমনে বড় হবা!

এখন আমি বড় হলাম
বাবা নেই কাছে,
বাবা আজ অনেক দূরে
ঐ আকাশের মাঝে।

বাবার কথা পড়তে মনে
চোখে আসে জল,
বাবার চেয়ে আপন করে
আর  আছে কে বল!

বাবা আমার ছিলো যখন
থাকতাম কত সুখে,
রাত হলে ঘুমাতে যেতাম
বাবার কোমল বুকে।

বাবা তুমি কেমন আছো
জানি না তার কিছু,
তোমার খবর পেতে আমি
ডাকি খোদার শিশু।

বাবা তুমি যেমন করে 
করেছ আমায় লালন,
তেমনি খোদা তোমায় যেন
করে লালন পালন।

দু'হাত তুলে দোয়া করি
নিত্য খোদার কাছে,
তিনি যেন রাখে তোমায়
জান্নাতেরই মাঝে।            
            
272 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শনিবার, 18 জুন 2022 10:57
শেয়ার করুন
মোতালেব হোসেন রাজন

মোতালেব হোসেন রাজন চাঁদপুর জেলার শাহরাস্তি থানার কেশরাঙ্গা গ্রামে ১৫ সেপ্টেম্বর ১৯৮৪ ইং সালে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আবুল কাশেম মাতা রেজিয়া বেগম। তিনি বর্তমানে সপরিবারে ঢাকা জুরাইনে বসবাস করেন।

1 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক PMgDTAOGY সোমবার, 31 জুলাই 2023 19:14 লিখেছেন PMgDTAOGY

    buy cialis online cheap After successful alpha blockade, beta adrenoceptor blocking agents can be used to achieve target heart rates in the control of tachyarrhythmias

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.