এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 20 মার্চ 2015 07:35

জননী

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                গাজার নেশায় মত্ত হয়ে
সেদিন হঠাৎ নিশীথ কালে,
ধরল জননীর চুলের মুঠি
এ পাড়ার এক যুবা ছেলে।
মনের হরষে লাগল পিটাতে
জননীর ঐ কমল মুখে,
কোনো কথা ছিল না মনে
দুঃখ সবি নিচ্ছে বুকে।
এমন দৃশ্য কারোর কাছে
কভু কি আর মিষ্টি লাগে,
তাইতো সবাই ধরল কলার
ঘুষি কয়টা মারল রেগে।
ছেলের কষ্ট মায়ের মনে
সুলের মতন গেল বিঁধে,
এবার তিনি ছেলের হয়ে
পাড়ার লোকদের করলেন সিধে।
ছেলেকে তিনি বুকে টেনে
একটি কথা বললেন শেষে
আমার ছেলে আমায় মারিবে
তাতে তোমাদের লাগে কিসে।
755 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শুক্রবার, 20 মার্চ 2015 07:45
শেয়ার করুন
নাহিদুর রহমান( নাহিদ)

মো: নাহিদুর রহমান( নাহিদ) খুলনা জেলার ডুমুরিয়া থানার সবুজ পল্লি গুটুদিয়ায় ১৮/১০/১৯৯২ ইং তারিখে জন্মগ্রহন করেন।গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি এবং ডুমুরিয়া মহাবিদ্যালয় থেকে এইচ,এস,সি। বর্তমানে খুলনা বি,এল কলেজে বি,বি, এ একাউনটিং ফাইনাল ইয়ারে অধ্যায়নরত।যখনি পায় অবসর খুব কবিতায় মারে ডুব।ছোট বেলা থেকে কবিতা লেখার প্রতি ঝোঁক প্রবল। তার প্রথম লেখা কাব্য গ্রন্থ 'কবিদের নীল পদ্ম'। 

নাহিদুর রহমান( নাহিদ) এর সর্বশেষ লেখা

3 মন্তব্য