স্বাধীনতা তোমার জন্যদেশের মানুষ বুকের রক্ত দিলো ঢেলে,স্বাধীনতা তুমায় পেলামঅনেক জীবনের বিনিময়ে।স্বাধীনতা তোমার জন্যশহিদ হলো ত্রিশ লক্ষ ভাই বোন,স্বাধীনতা তোমায় পেতেইজ্জত দিলো দুই লক্ষ মা বোন।স্বাধীনতা তোমার জন্যদানবের দল মানবতা ভুললো,স্বাধীনতা তোমার লাগিহায়েনার দল বৃষ্টির মতোন গুলি ছুড়লো।স্বাধীনতা তোমার জন্যকতো বৃদ্ধ, যুবক-যুবতী ধরে নিয়ে গেল,স্বাধীনতা তোমার লাগিবুদ্ধিজীবিদের হত্যা করলো।স্বাধীনতা তোমার জন্যমুক্তিকামী মানুষ জেগে উঠলোস্বাধীনতা তোমায় পেতেজীবন বাজি রেখে যুদ্ধে গেল।স্বাধীনতা তোমার জন্যকত আদরের সন্তান অকাতরে দিল প্রাণ,স্বাধীনতা তুমার লাগিমায়ের চোখে অস্রু ঝরলো চিরকাল।
হুমায়ুন আবিদ
হুমায়ুন আবিদ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন তাঁতিরসোতা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় হতে এস, এস, সি, পরে শ্রীপুর ডিগ্রী কলেজ হতে এইচ, এস, সি, পরীক্ষায় পাশ করার পর সরকারী সাদ'ত বিশ্ববিদ্যালয়, করটিয়া হতে বি, কম, অনার্সসহ এম, কম সম্পন্ন করার পর বাংলাদেশ নৌ-বাহিনীতে সহকারী কস্ট একাউন্ট্যান্ট পদে যোগদান করেন। ছোট বেলা থেকেই লেখার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। বর্তমানে তাঁর লেখা কয়েকটি গানসহ একুশের এলবাম 'বর্ণমালার বর্ণে আঁকা আধুনিক গানের এলবাম একটাইতো ছিল এবং কবিতা আবৃত্তির এলবাম ভাবনার কবিতাগুলি ' সিডি আকারে বের হয়েছে। এছাড়া 'কবিদের নীল পদ্ম' কাব্যে গ্রন্থে সমাজ সচেতনামূলক কবিতা প্রকাশিত হয়েছে।
হুমায়ুন আবিদ এর সর্বশেষ লেখা
6 মন্তব্য
- মন্তব্যের লিঙ্ক শনিবার, 28 অক্টোবর 2023 21:13 লিখেছেন exellamug
buy priligy generic By 7 days, these mice exhibited heart failure, with reduction of fractional shortening compared with those in two control groups 19
- মন্তব্যের লিঙ্ক মঙ্গলবার, 01 আগষ্ট 2023 14:23 লিখেছেন uoAMomnZ
On is lasix and zaroxolyn better the distant mountains, one can swimming lower high blood pressure person and one dragon are looking at the marching elves from a distance cialis vs viagra Here are some of the nursing diagnoses that can be formulated in the use of this drug for therapy
- মন্তব্যের লিঙ্ক শনিবার, 21 মার্চ 2015 11:01 লিখেছেন মোঃ খোরশেদ আলম
valo laglo khub
- মন্তব্যের লিঙ্ক শনিবার, 21 মার্চ 2015 00:02 লিখেছেন সার্জেন্ট মোঃ নাজমুল কবির (অবঃ)
খুব ভালো লাগলো সুন্দর কবিতা
- মন্তব্যের লিঙ্ক শুক্রবার, 20 মার্চ 2015 23:26 লিখেছেন নাহিদুর রহমান( নাহিদ)
স্বাধীনতা তোমার জন্যেই কবির হাতে মুক্ত বর্ণমালায় নিদারুণ ছন্দে কবিতারা করে খেলা।দারুণ লিখেছ দাদা ভাই
মন্তব্য করুন
Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.