বৃহষ্পতিবার, 14 জুলাই 2022 18:40

মেঘে ঢাকা চাঁদ নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                মেঘে ঢাকা চাঁদ

স্বপ্ন দেখাটা তুমিই শিখিয়েছিলে আমাকে
    আর বলছিলে তুমি আমার হবে ,
ভাবিনি সে স্বপ্ন এমন নির্মম হয়ে আমায়
    এতটা ক্ষত বিক্ষত করে দিবে ।

ভালোবাসার নামের সেই অভিশপ্ত প্রেমে
    তোমার সেই হাত দুটি বাড়াতে ,
পূর্ণিমার চাঁদের মতো এ মনের আকাশে
    অপরুপ সেই জ্যোছনা ছড়াতে ।

আজ কোথায় তুমি এই আমায় কাঁদিয়ে
    সেই সুখটাকে তুমি খুঁজে পাবে ,
ভাবিনি পূর্ণিমার সেই চাঁদটা এমন করে
    আঁধার কালো মেঘে ঢেকে যাবে ।

নিঃসঙ্গ আমি পেয়েছো কী সুখটা খুঁজে
    যা ছিলো লোভী মনে তোমার ,
বৈশাখী ঝড়ের মতো আহত হৃদয়টাকে
    তুমি ভেঙ্গে করেছো একাকার ।

তোমার বিরহের এ জ্বালাটা বুকে নিয়ে
    ঝড়ছে দুই চোখের অশ্রু কতো ,
নিঃস্বার্থ ভাবে আমি বেসেছিলাম ভালো
    চলে গেলে তুমি স্বার্থপরের মতো ।

তোমাকে ভালোবেসে পেলাম না কিছুই
    হারিয়েছি সব যেটা ছিলো বাকী ,
হয়তো কখনও ফিরে পাবো না তোমায়
    তবুও আশায় পথটা চেয়ে থাকি ।


রচনাকালঃ ২৭/০১/২০১৯ ইং।            
            
639 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ রবিবার, 24 জুলাই 2022 19:14
শেয়ার করুন
শেখ মুহাম্মদ সোহেল রানা

শেখ মুহাম্মদ সোহেল রানা, ১৯৯৮ সালের ১৫ই জুন বৃহত্তর ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারী গ্রামেতে জন্মগ্রহন করেন। পিতার নাম মোঃ সাইদুর রহমান ও মাতার নাম মোছাঃ জহুরা খাতুন। তিনি প্রাথমিক শিক্ষা জীবন শুরু করেন আহাম্মদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তারপর ২০১৫ সালে আহাম্মদীয়া ইসলামিয়া দাখিল মাদরাসা থেকে দাখিল পাশ করেন, ২০১৭ সালে এইচ,এস,সি পাশ করেন ময়মনসিংহের নাসিরাবাদ কলেজ থেকে। বর্তমানে সে লেখাপড়ার পাশাপাশি সাহিত্য চর্চা করে থাকেন। তাহার লিখা কবিতাগুলো বাংলা সাহিত্যে বেশ প্রশংসিত হয়। সময়ের কলম, কবিতা গল্প ডট কম, বাংলা ভোর টুয়েন্টি ফোর ডট কম, মাসিক নবরঙ ও আর্ন্তজাতিক স্বাধীন বাংলা ম্যাগাজিনসহ বেশ কয়েকটি জাতীয় দৈনিক ও মাসিক পত্রিকা ও ম্যাগাজিনে তার লিখা কবিতা প্রকাশিত হয়েছে। তার প্রকাশ হওয়া যৌথ কাব্যগ্রন্থ সমুহঃ “হৃদয় বীণার সুর”, “প্রেম কাব্যালয়”, “কাব্যফুল”, “দীপ জ্বেলে যাই”, “ছায়াতরু”, “আলোকিত প্রভাত”, “১০১ কবির কবিতা” ইত্যাদি বেশ উল্লেখযৌগ্য।

শেখ মুহাম্মদ সোহেল রানা এর সর্বশেষ লেখা

3 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.