মেঘে ঢাকা চাঁদ স্বপ্ন দেখাটা তুমিই শিখিয়েছিলে আমাকে আর বলছিলে তুমি আমার হবে , ভাবিনি সে স্বপ্ন এমন নির্মম হয়ে আমায় এতটা ক্ষত বিক্ষত করে দিবে । ভালোবাসার নামের সেই অভিশপ্ত প্রেমে তোমার সেই হাত দুটি বাড়াতে , পূর্ণিমার চাঁদের মতো এ মনের আকাশে অপরুপ সেই জ্যোছনা ছড়াতে । আজ কোথায় তুমি এই আমায় কাঁদিয়ে সেই সুখটাকে তুমি খুঁজে পাবে , ভাবিনি পূর্ণিমার সেই চাঁদটা এমন করে আঁধার কালো মেঘে ঢেকে যাবে । নিঃসঙ্গ আমি পেয়েছো কী সুখটা খুঁজে যা ছিলো লোভী মনে তোমার , বৈশাখী ঝড়ের মতো আহত হৃদয়টাকে তুমি ভেঙ্গে করেছো একাকার । তোমার বিরহের এ জ্বালাটা বুকে নিয়ে ঝড়ছে দুই চোখের অশ্রু কতো , নিঃস্বার্থ ভাবে আমি বেসেছিলাম ভালো চলে গেলে তুমি স্বার্থপরের মতো । তোমাকে ভালোবেসে পেলাম না কিছুই হারিয়েছি সব যেটা ছিলো বাকী , হয়তো কখনও ফিরে পাবো না তোমায় তবুও আশায় পথটা চেয়ে থাকি । রচনাকালঃ ২৭/০১/২০১৯ ইং।
শেখ মুহাম্মদ সোহেল রানা
শেখ মুহাম্মদ সোহেল রানা, ১৯৯৮ সালের ১৫ই জুন বৃহত্তর ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারী গ্রামেতে জন্মগ্রহন করেন। পিতার নাম মোঃ সাইদুর রহমান ও মাতার নাম মোছাঃ জহুরা খাতুন। তিনি প্রাথমিক শিক্ষা জীবন শুরু করেন আহাম্মদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তারপর ২০১৫ সালে আহাম্মদীয়া ইসলামিয়া দাখিল মাদরাসা থেকে দাখিল পাশ করেন, ২০১৭ সালে এইচ,এস,সি পাশ করেন ময়মনসিংহের নাসিরাবাদ কলেজ থেকে। বর্তমানে সে লেখাপড়ার পাশাপাশি সাহিত্য চর্চা করে থাকেন। তাহার লিখা কবিতাগুলো বাংলা সাহিত্যে বেশ প্রশংসিত হয়। সময়ের কলম, কবিতা গল্প ডট কম, বাংলা ভোর টুয়েন্টি ফোর ডট কম, মাসিক নবরঙ ও আর্ন্তজাতিক স্বাধীন বাংলা ম্যাগাজিনসহ বেশ কয়েকটি জাতীয় দৈনিক ও মাসিক পত্রিকা ও ম্যাগাজিনে তার লিখা কবিতা প্রকাশিত হয়েছে। তার প্রকাশ হওয়া যৌথ কাব্যগ্রন্থ সমুহঃ “হৃদয় বীণার সুর”, “প্রেম কাব্যালয়”, “কাব্যফুল”, “দীপ জ্বেলে যাই”, “ছায়াতরু”, “আলোকিত প্রভাত”, “১০১ কবির কবিতা” ইত্যাদি বেশ উল্লেখযৌগ্য।
শেখ মুহাম্মদ সোহেল রানা এর সর্বশেষ লেখা
3 মন্তব্য
- মন্তব্যের লিঙ্ক শনিবার, 15 জুন 2024 20:10 লিখেছেন veibrax
Patients may present in acute pulmonary edema, hypertension, and respiratory distress when their symptoms suddenly worsen real cialis no generic She eventually married Joseph F
- মন্তব্যের লিঙ্ক সোমবার, 07 আগষ্ট 2023 10:08 লিখেছেন XGYxHNg
Zehir A, Benayed R, Shah RH, et al prix levitra 20mg france Mia, USA 2022 06 27 10 46 56
- মন্তব্যের লিঙ্ক শনিবার, 11 মার্চ 2023 13:51 লিখেছেন allelty
Conclusion There are better ways where to buy cialis online forum 68 Ga PSMA, and some are still being researched
মন্তব্য করুন
Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.