শনিবার, 16 জুলাই 2022 09:00

ক্লান্ত পথিক নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                ক্লান্ত পথিক

এলাম আমি ভবের হাটে 
   সময় গেল বাটে বাটে
      ক্লান্ত পথিক আমি,
দিনে-রাতে স্বার্থের পিছু 
   করিনি তো মাথা নিচু 
      হয়েছি বেশ দামি। 

পড়ন্ত আজ চোখের আলো
   পাপে হলো জীবন কালো
      কি করিলাম ভবে?
সম্পদগুলো মরার পরে
   সন্তানেরা ভাগ যে করে 
      মাটি দেবে তবে।

মরার চিন্তা দমে দমে
   কখন এসে ধরে যমে
      ভয়ে ভয়ে থাাকি,
আমলনামা পাপে জমা
   তবু প্রভু চাচ্ছি ক্ষমা
      লাজে ভয়ে ডাকি।

মহান প্রভুর বিধিমত
   করবো আমি মাথা নত
      সিজদাহ্ গভীর রাতে।
চাইবো ক্ষমা আঁখি ভিজে
   মাফ করিবেন প্রভু নিজে
      জান্নাত দিবেন সাথে।            
            
370 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ রবিবার, 24 জুলাই 2022 19:24
শেয়ার করুন
মোঃ মিজানুর রহমান

মোঃ মিজানুর রহমান যশোর জেলার মনিরামপুর উপজেলার চন্ডিপুর গ্রামে ০১-০১-১৯৮২ ইং তারিখে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মোঃ আবুল হোসেন ও মমতাময়ী মা মোছাঃ আসুরা বেগম ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। তিনি রংপুর বিশ্ববিদ্যালয় হতে বি.এস.এস. এ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছোটবেলা হতে লেখালেখির উপর প্রবল ঝোঁক। তাঁর প্রাকাশিত যৌথ কাব্যগ্রন্থের মধ্যে "কাব্য রসের হাঁড়ি", "বিদ্রোহী কন্যা", "মিষ্টি প্রেমের ছোঁয়া " বাংলা ও বাঙালি "আলোর যাত্রী"। তিনি বিভিন্ন সাহিত্য সংগঠন হতে বহু সম্মাননা সনদ অর্জন করে খ্যাতি অর্জন করেছেন। লেখার জগতে তিনি আরও ভালো ভালো কবিতা উপহার দেবেন এটাই আমাদের প্রত্যাশা। তাঁর সফলতা ও উন্নতি কামনা করি।

2 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক exellamug শনিবার, 18 নভেম্বর 2023 11:49 লিখেছেন exellamug

    what is generic viagra Frequent engagement of the classical and alternative NF ОєB pathways by diverse genetic abnormalities in multiple myeloma

  • মন্তব্যের লিঙ্ক XmUBxdwG বৃহষ্পতিবার, 20 জুলাই 2023 22:35 লিখেছেন XmUBxdwG

    It is meant to give basic information about your medical history to any doctors who will care for you during your lifetime best site to buy cialis online

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.