এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 12 আগষ্ট 2022 15:38

মনুষ্যত্বের পরাজয় নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                মনুষ্যত্বের পরাজয় 

আজকে মরলে কালকে দুদিন 
কেউ ভাবে না কভু,
বিবেকশূন্য মানুষ যত
মানবতা করছে ক্ষত
বোঝে নাতো তবু।

ক্ষমতা যে অল্প দিনের 
এই ধরণীর পরে,
ক্ষমতা যার আছে বেশি 
দেখায় অস্ত্র নাড়ায় পেশি 
চলে অহম ভরে।

জুলুমবাজের হয় পরাজয়
মনে গেঁথে রেখো,
কী ভালো আর কী যে মন্দ
মন থেকে ভাই সরাও দ্বন্দ্ব
মানব সেবায় থেকো।

দাপট জুলুম দেখাও নাতো 
ক্ষণস্থায়ী ভবে,
মানবতার শ্রেষ্ঠ নবী 
হৃদয় পটে আঁকো ছবি 
মুক্তি পাবে তবে।            
            
402 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ মঙ্গলবার, 30 আগষ্ট 2022 18:02
শেয়ার করুন
মোঃ মিজানুর রহমান

মোঃ মিজানুর রহমান যশোর জেলার মনিরামপুর উপজেলার চন্ডিপুর গ্রামে ০১-০১-১৯৮২ ইং তারিখে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মোঃ আবুল হোসেন ও মমতাময়ী মা মোছাঃ আসুরা বেগম ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। তিনি রংপুর বিশ্ববিদ্যালয় হতে বি.এস.এস. এ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছোটবেলা হতে লেখালেখির উপর প্রবল ঝোঁক। তাঁর প্রাকাশিত যৌথ কাব্যগ্রন্থের মধ্যে "কাব্য রসের হাঁড়ি", "বিদ্রোহী কন্যা", "মিষ্টি প্রেমের ছোঁয়া " বাংলা ও বাঙালি "আলোর যাত্রী"। তিনি বিভিন্ন সাহিত্য সংগঠন হতে বহু সম্মাননা সনদ অর্জন করে খ্যাতি অর্জন করেছেন। লেখার জগতে তিনি আরও ভালো ভালো কবিতা উপহার দেবেন এটাই আমাদের প্রত্যাশা। তাঁর সফলতা ও উন্নতি কামনা করি।

মোঃ মিজানুর রহমান এর সর্বশেষ লেখা

3 মন্তব্য