এই পৃষ্ঠা প্রিন্ট করুন
মঙ্গলবার, 27 ডিসেম্বর 2022 08:01

বিদায় নেব নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                ডাক এলে থাকিবো না
   অবনীর পরে,
ছেড়ে যেতে হবে মোরে
   মাটি ঘেরা ঘরে।

মমতার মায়াজালে 
   পরিবার নিয়ে,
বেলা শেষে দম গেলে
   বর বেশে বিয়ে।

ছেলেমেয়ে পিতামাতা
   বধূ কেঁদে বলে,
ফিরে এসো যেও নাতো
   এমনই ছলে।

আমি ছাড়া সবকিছু 
   বয়ে যাবে জানি, 
ঠিকঠাক হয়ে যাবে
   আমি সেটা মানি।

পাপহীন করে যেন
   ডাকে মোর রব,
পরকালে পাবো তবে
   দয়া মায়া সব।            
            
226 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শনিবার, 14 জানুয়ারী 2023 11:50
শেয়ার করুন
মোঃ মিজানুর রহমান

মোঃ মিজানুর রহমান যশোর জেলার মনিরামপুর উপজেলার চন্ডিপুর গ্রামে ০১-০১-১৯৮২ ইং তারিখে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মোঃ আবুল হোসেন ও মমতাময়ী মা মোছাঃ আসুরা বেগম ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। তিনি রংপুর বিশ্ববিদ্যালয় হতে বি.এস.এস. এ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছোটবেলা হতে লেখালেখির উপর প্রবল ঝোঁক। তাঁর প্রাকাশিত যৌথ কাব্যগ্রন্থের মধ্যে "কাব্য রসের হাঁড়ি", "বিদ্রোহী কন্যা", "মিষ্টি প্রেমের ছোঁয়া " বাংলা ও বাঙালি "আলোর যাত্রী"। তিনি বিভিন্ন সাহিত্য সংগঠন হতে বহু সম্মাননা সনদ অর্জন করে খ্যাতি অর্জন করেছেন। লেখার জগতে তিনি আরও ভালো ভালো কবিতা উপহার দেবেন এটাই আমাদের প্রত্যাশা। তাঁর সফলতা ও উন্নতি কামনা করি।

মোঃ মিজানুর রহমান এর সর্বশেষ লেখা