এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 05 জানুয়ারী 2023 12:17

তোর ভাবনায় ভোর নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                তোর ভাবনায় ভোর 

আমি কেন জেগে থাকি
   ঘুমিয়ে গেছো তুমি,
ঘুম থেকে জাগবে কখন
   প্রহর গুনি এই আমি।

আমার চিন্তা ভাবনা জুড়ে
   শুধু তুমি আছো,
স্বপ্নের সিঁড়ি থেকে আমায়
   ফেলে দেবে না তো?

খুব সহজে আমি কাউকে 
   আপন করে নেই,
কষ্টের কথা শোনার পরে
   পাশে থাকেনা কেউ!

এখন আমি হয়ে গেছি
   কষ্টের ফেরিওয়ালা,
সুখ  দিয়ে  কষ্ট  কিনি 
   সকাল, সন্ধ্যা বেলা।

হাসি মুখে থাকি আমি
   কষ্টে  বুক ভরা,
কষ্টের বোঝা মাথায় নিয়ে
   আমার জীবন গড়া।

আরও কষ্ট পেতে তাই 
   তোমার কাছে আসি,
তোমার দেওয়া কষ্টে শুধু
   চোখের জলে ভাসি।

বন্ধুত্বের হাত বাড়াও কেন
   ভালোবাসা  কি অপরাধ?
এতটাই বিবেক হিনা তুমি
   দিয়ে ছিলে বালির বাঁধ।

ভিক্ষুক আজ তোমার মনের
   দরজায় কড়া নাড়ি,
ভিক্ষা  না  দিয়ে  তুমি
   ফিরিয়ে দাও বাড়ি।

তোমার কাছে পাবার মত 
   তেমন কিছু নাই,
প্রেম ভিখারি তোমার কাছে 
   প্রেম ভিক্ষা চাই।

তুমি  প্রিয়া  রহম  কর
   অসহায় আজ আমি,
আমার হৃদ মাঝারে তুমি
   সোনার চেয়েও দামি।

খালি হাতে দিও না তুমি
   আমি শূন্য হৃদে,
প্রেমের সুধা পানে আমার
   মিটবে শুধু খিদে।

তোমার ভাবনায় সারাটি রাত
   কবিতা লিখে যাই,
আযানের ধ্বনিতে বুঝতে পারি 
   ভোর হয়েছে তাই।            
            
185 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শনিবার, 14 জানুয়ারী 2023 11:54
শেয়ার করুন
মোঃ ইনামুল হক ইমন

লেখক পরিচিতিঃ মোঃ ইনামুল হক ইমন জন্ম ২০০২ খ্রিস্টাব্দে পাবনা জেলার চাটমোহর থানার অন্তর্গত অমৃতকুন্ডা গ্রামের এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মোঃ খয়বর হোসেনের চতুর্থ সন্তানের মধ্যে তৃতীয় নম্বর সন্তান। মাতার নাম মোছাঃ শাহানাজ খাতুন। শৈশব থেকেই তিনি বাংলা সাহিত্যের প্রতি আত্ম মনোনিবেশ থাকতেন, বিভিন্ন পত্র পত্রিকায় তার লেখা কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়াও সে ছড়া,গল্প, কবিতা, উপন্যাস ও গান লিখেন। তার লেখায় প্রীতি ও শান্তির ছোয়া রয়েছে, সে সবাইকে মুগ্ধ করেছেন তার নান্দনিক লেখার মাধ্যমে। এছাড়াও অনলাইনে প্রকাশিত লেখা গুলো ইতোমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে ও পরিচিত লাভ করেছে। আমরা তার সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।

মোঃ ইনামুল হক ইমন এর সর্বশেষ লেখা

3 মন্তব্য