অনুতাপ খোদা তোমার ভরসায় বুকে, আছি অনেক সুখে। আর কত পাথর চাপা, দেবে আমার বুকে। তুমি জানো কতটা সুখী, আমি এই ভুবনে। ক্ষমা চাই খোদা আমি, পাপ করবো না জীবনে। নির্লজ্জ নিকৃষ্ট আমি, খোদা রাখিনি তোমায় স্মরণে। আফসোস করি আমি, খোদা কি করলাম এই জীবনে। পূর্ণ নেই আমার জীবনের, কোনো এক স্তরে। পাপে পাপে ঘিরে ধরেছে, মন কেঁদে কেঁদে মরে। নতুন অধ্যায়ে পা রাখবো, দয়া করো আমায়। মেনে চলবো দ্বীন, কাদা লাগতে দেব না জামায়। ক্ষমা করো খোদা তুমি, একটু শান্তি দাও। নেক নজরে আমার দিকে, একটু ফিরে চাও।

মোঃ ইনামুল হক ইমন
লেখক পরিচিতিঃ মোঃ ইনামুল হক ইমন জন্ম ২০০২ খ্রিস্টাব্দে পাবনা জেলার চাটমোহর থানার অন্তর্গত অমৃতকুন্ডা গ্রামের এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মোঃ খয়বর হোসেনের চতুর্থ সন্তানের মধ্যে তৃতীয় নম্বর সন্তান। মাতার নাম মোছাঃ শাহানাজ খাতুন। শৈশব থেকেই তিনি বাংলা সাহিত্যের প্রতি আত্ম মনোনিবেশ থাকতেন, বিভিন্ন পত্র পত্রিকায় তার লেখা কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়াও সে ছড়া,গল্প, কবিতা, উপন্যাস ও গান লিখেন। তার লেখায় প্রীতি ও শান্তির ছোয়া রয়েছে, সে সবাইকে মুগ্ধ করেছেন তার নান্দনিক লেখার মাধ্যমে। এছাড়াও অনলাইনে প্রকাশিত লেখা গুলো ইতোমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে ও পরিচিত লাভ করেছে। আমরা তার সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।
মোঃ ইনামুল হক ইমন এর সর্বশেষ লেখা
4 মন্তব্য
- মন্তব্যের লিঙ্ক
সোমবার, 23 জানুয়ারী 2023 21:55 লিখেছেন InessaSrka
coursework on a resume
custom coursework writing
coursework marking - মন্তব্যের লিঙ্ক
বৃহষ্পতিবার, 19 জানুয়ারী 2023 06:34 লিখেছেন coursework grades
coursework vs exams coursework bibliography coursework masters meaning https://courseworkninja.com/
- মন্তব্যের লিঙ্ক
বৃহষ্পতিবার, 05 জানুয়ারী 2023 15:20 লিখেছেন নাজমুল কবির
দাদা ভাই তোমার কাছে আরো ভালো ভালো সুন্দর এবং সাবলিল শব্দের কবিতা চাই।
মন্তব্য করুন
Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.