শুক্রবার, 06 জানুয়ারী 2023 08:20

তোমায় ঘিরে স্বপ্ন নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                তোমায় ঘিরে স্বপ্ন

ভুলে গেছো মোরে তুমি প্রিয়া..
 কান্দে যে আমার এই হিয়া।
  গেলে যে আমায় ভুলি...
ভুলে গিয়ে আছো সুখে বুঝি?
  আজও পাগল মন খুজি..
    হৃদয়ের তুই বুলি।

যাকে ঘিরে স্বপ্ন ছিল শত..
সে স্বপ্ন হয়েছে আজ ক্ষত।
  ব্যথা ছিল হৃদে যত...
কষ্টগুলো বেড়েছে যে আজ।
ঘুড়ি পথে নাহি পাই কাজ..
   ছিলো মনে চেষ্টা শত।

অবেলাময় দিন কেটে যায়..
 কি করবো বুঝে নাহি পাই।
    নদীর স্রোতের মত...
জানি না কি কষ্টে আছি আমি।
  জানে না মোর অন্তর্যামী..
    হৃদে মোর শুধু ক্ষত।

তোমার জন্য ব্যথার নদী..
 সাঁতরে পার হবো রে যদি।
   থাকো তুমি মোর পাশে...
ভালোবাসি যে তোমায় শুধু।
 বানাতে চাই যে মোর বধু..
   হৃদের প্রেমও আশে।            
            
178 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ মঙ্গলবার, 21 ফেব্রুয়ারী 2023 13:37
শেয়ার করুন
মোঃ ইনামুল হক ইমন

লেখক পরিচিতিঃ মোঃ ইনামুল হক ইমন জন্ম ২০০২ খ্রিস্টাব্দে পাবনা জেলার চাটমোহর থানার অন্তর্গত অমৃতকুন্ডা গ্রামের এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মোঃ খয়বর হোসেনের চতুর্থ সন্তানের মধ্যে তৃতীয় নম্বর সন্তান। মাতার নাম মোছাঃ শাহানাজ খাতুন। শৈশব থেকেই তিনি বাংলা সাহিত্যের প্রতি আত্ম মনোনিবেশ থাকতেন, বিভিন্ন পত্র পত্রিকায় তার লেখা কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়াও সে ছড়া,গল্প, কবিতা, উপন্যাস ও গান লিখেন। তার লেখায় প্রীতি ও শান্তির ছোয়া রয়েছে, সে সবাইকে মুগ্ধ করেছেন তার নান্দনিক লেখার মাধ্যমে। এছাড়াও অনলাইনে প্রকাশিত লেখা গুলো ইতোমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে ও পরিচিত লাভ করেছে। আমরা তার সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.