ছায়া পৃথিবীতে একা সবাই নাই যে কেহ সঙ্গী, ছায়া ছাড়া হয় না কভু মানব দেহে ভঙ্গি। আপন মানুষ ফেলে যায় যে অন্ধকারে কায়া, মরার সময় সবাই শুধু রেখে যাবে মায়া। একলা বসে ভাবি মনে সঙ্গী শুধু ছায়া, পৃথিবীতে যা রয়েছে সব-ই হলো মায়া। একমাত্র হয় সঙ্গী ছায়া এই দুনিয়ার মাঝে, ছাড়বে না যে পিছু কভু সকাল বিকাল সাঁঝে।

মোঃ ইনামুল হক ইমন
লেখক পরিচিতিঃ মোঃ ইনামুল হক ইমন জন্ম ২০০২ খ্রিস্টাব্দে পাবনা জেলার চাটমোহর থানার অন্তর্গত অমৃতকুন্ডা গ্রামের এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মোঃ খয়বর হোসেনের চতুর্থ সন্তানের মধ্যে তৃতীয় নম্বর সন্তান। মাতার নাম মোছাঃ শাহানাজ খাতুন। শৈশব থেকেই তিনি বাংলা সাহিত্যের প্রতি আত্ম মনোনিবেশ থাকতেন, বিভিন্ন পত্র পত্রিকায় তার লেখা কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়াও সে ছড়া,গল্প, কবিতা, উপন্যাস ও গান লিখেন। তার লেখায় প্রীতি ও শান্তির ছোয়া রয়েছে, সে সবাইকে মুগ্ধ করেছেন তার নান্দনিক লেখার মাধ্যমে। এছাড়াও অনলাইনে প্রকাশিত লেখা গুলো ইতোমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে ও পরিচিত লাভ করেছে। আমরা তার সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।
মোঃ ইনামুল হক ইমন এর সর্বশেষ লেখা
4 মন্তব্য
- মন্তব্যের লিঙ্ক
বুধবার, 25 জানুয়ারী 2023 00:16 লিখেছেন InessaSrka
coursework plagiarism checker
coursework papers
coursework samples - মন্তব্যের লিঙ্ক
রবিবার, 22 জানুয়ারী 2023 09:16 লিখেছেন নাজমুল কবির
খুব খুব সুন্দর লিখেছেন দাদাভাই।
- মন্তব্যের লিঙ্ক
রবিবার, 22 জানুয়ারী 2023 09:16 লিখেছেন নাজমুল কবির
খুব খুব সুন্দর লিখেছেন দাদাভাই।
- মন্তব্যের লিঙ্ক
বুধবার, 18 জানুয়ারী 2023 12:17 লিখেছেন coursework plug
coursework geography coursework bibliography coursework support https://courseworkninja.com/
মন্তব্য করুন
Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.