এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 21 মার্চ 2015 10:48

সুখ পাখি

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                
সুখ পাখি তুই কোন আকাশে থাকিস
কোন আকাশে বসে বসে মায়ার সুরে ডাকিস, 
সুখ পাখি বল তুই বল,  কোন আকাশে থাকিস ! 
দূরে না থেকে কাছে বসে একটু ডাকিস । 
 
তোর  খুঁজতে চলছি কত পথে ঘুরে ফিরে আসি 
মন করে উদাসী তোকে নাহি পায়।
সুখ পাখি বল তুমি বল 
তোর মাঝে নাইকি আমার থাই ! 
সুখ পাখি তুই চুপ করে থাকিস না,  বল কিছু বল,    
কোথায় আমার থাই ? 
 
সুখ পাখি তোর মাঝে যদি সুখ না থাকে
বলে দে কোথায় সুখ খুঁজে পাই ,   
কোথায় গেলে সুখ পাবো , কোথায় ! 
যেখানেই খুঁজি যে পথ ধরি কোথাও সুখ নাই , 
তবে কি আমার ললাটে সুখের পরশ নাই ! 
 
সুখ পাখি করনা আমার পাশে এসে 
একটু ডাকাডাকি যদি শুখ এসে যায়,  
তবে তো আমি তোমার মাঝে পাবো খুঁজে থাই । 
সুখ পাখি আশনা ,আশনারে ভাই ! 
ঘুরে ফিরে আমি বারে বারে তোরি কাছে যাই,  
কবে দিবি বলনা কবে দিবি তোর মাঝে থাই ?  
 
 
2313 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শনিবার, 21 মার্চ 2015 10:56
শেয়ার করুন
মোঃ খোরশেদ আলম

ভোলা জেলার লালমোহন থানার পৌরঃ ২নং ওয়ার্ড সওদাগর চৌমনি ০২-১০-১৯৯১ইং জন্ম । লালমোহন  মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক , লালমোহন সরঃ শাহবাজপুর কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে সিটি ইউনিভার্সিটি  বাংলাদেশ থেকে ইংলিশে শেষ করার অপেক্ষায় আছি । ছোট বেলা থেকে আমার কবিতার প্রতি কেমন যেন উদাসীনতা , কবিতা আমার কাছে ভাললাগে । তায় খুঁজে যাই নতুন কিছু

মোঃ খোরশেদ আলম এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

3 মন্তব্য